Ajker Patrika

ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৫: ০২
ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 

রাজশাহীর পবায় ভারতীয় সীমান্ত থেকে মো. মিঠুন (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। আজ বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠুন রাজশাহীর চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলপাড়ার মনজুর হোসেনের ছেলে। 

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল এ তথ্য নিশ্চিত করে বলেন, মিঠুন একজন কৃষক ছিলেন।

ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিঠুনের মরদেহ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে মরদেহ নিয়ে যাবে। 

এ বিষয়ে রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন বলেন, ‘কে গুলি করেছে তা এখনই বলতে পারছি না। তবে তাঁকে সীমান্ত অতিক্রম করার সময় গুলি করা হয়েছে। মরদেহটি বিজিবির হেফাজতে রয়েছে।’

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত