নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর তানোর উপজেলার শতবর্ষী গোকুল-মথুরা খেলার মাঠ রক্ষায় ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ ১৩ জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আজ মঙ্গলবার বেলার আইনজীবী এস হাসানুল বান্না রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ভূমিসচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহীর পরিচালক ও সহকারী পরিচালক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও রাজশাহীর নির্বাহী প্রকৌশলী, রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং গোকুল-মথুরা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট।
নোটিশে বলা হয়েছে, তানোর উপজেলার মথুরা মৌজার ওই মাঠটি আরএস খতিয়ানে স্পষ্টভাবে ‘খেলার মাঠ’ হিসেবে রেকর্ডভুক্ত। জেএল নম্বর ১৫৩, খতিয়ান নম্বর ৩৮, দাগ নম্বর ৯৩ অনুযায়ী ১ একর ৬ শতাংশ জমির মালিক হিসেবে উল্লেখ রয়েছে ‘গোকুল-মথুরা ফুটবল ক্লাবের সেক্রেটারি’র নাম।
তবে ১৯৯৯ সালের ৪ ও ৮ আগস্ট দুটি ভুয়া দানপত্রের মাধ্যমে গোকুল-মথুরা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ মোট ৪০ শতাংশ জমির মালিকানা দাবি করে। এর আগেই ১৯৮৩ সালের ৫ জুন গোকুল-মথুরা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আরও ৬৬ শতাংশ জমি নিজেদের নামে দান দলিল করে নেয়। ফলে পুরো খেলার মাঠটি কাগজে-কলমে দখলে নেয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।
বেলার পক্ষ থেকে উল্লেখ করা হয়, ২০০০ সালে প্রণীত ‘মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন’-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, এমন জমি অন্য কোনোভাবে ব্যবহার বা হস্তান্তর করার সুযোগ নেই।
এরপরও মাদ্রাসা কর্তৃপক্ষ ভুয়া দলিল দেখিয়ে সম্প্রতি মাঠে ভবন নির্মাণের উদ্যোগ নেয়। মাঠে খননযন্ত্র (ভেকু) দিয়ে কাজ শুরুর সময় স্থানীয় এলাকাবাসী সেখানে শুয়ে প্রতিবাদ জানান। বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
নোটিশে আরও উল্লেখ করা হয়, মাঠটি এলাকার একটি বহুল ব্যবহৃত উন্মুক্ত স্থান। পার্শ্ববর্তী দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় শিশু-কিশোর ও যুবকেরা নিয়মিত এখানে খেলাধুলা করে থাকে। মাঠে এখন পর্যন্ত দুই শতাধিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া জানাজা, ঈদের জামাত, ইসলামি মাহফিল, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবস উদ্যাপন, শরীরচর্চা এবং ধান মাড়াইসহ নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে মাঠটি।
বেলা বলেছে, প্রচলিত আইন অনুযায়ী ‘খেলার মাঠ’ হিসেবে রেকর্ডভুক্ত কোনো ভূমির শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। খেলার মাঠ হিসেবে চিহ্নিত ওই জমিকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি ব্যর্থতা। তাই নোটিশে অবিলম্বে মাঠের সীমানা নির্ধারণ করে স্থাপনা নির্মাণসহ সব ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি খেলার মাঠ হিসেবে শ্রেণি পরিবর্তন সম্পর্কিত সব কার্যক্রম বাতিল করে তা সংরক্ষণের দাবি জানানো হয়। মাদ্রাসা ভবনের জন্য বিকল্প কোনো অকৃষি খাসজমি নির্বাচন করতেও বলা হয়েছে।
লিগ্যাল নোটিশে সাত দিনের মধ্যে গৃহীত পদক্ষেপ জানাতে বলা হয়েছে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
রাজশাহীর তানোর উপজেলার শতবর্ষী গোকুল-মথুরা খেলার মাঠ রক্ষায় ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ ১৩ জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আজ মঙ্গলবার বেলার আইনজীবী এস হাসানুল বান্না রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ভূমিসচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহীর পরিচালক ও সহকারী পরিচালক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও রাজশাহীর নির্বাহী প্রকৌশলী, রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং গোকুল-মথুরা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট।
নোটিশে বলা হয়েছে, তানোর উপজেলার মথুরা মৌজার ওই মাঠটি আরএস খতিয়ানে স্পষ্টভাবে ‘খেলার মাঠ’ হিসেবে রেকর্ডভুক্ত। জেএল নম্বর ১৫৩, খতিয়ান নম্বর ৩৮, দাগ নম্বর ৯৩ অনুযায়ী ১ একর ৬ শতাংশ জমির মালিক হিসেবে উল্লেখ রয়েছে ‘গোকুল-মথুরা ফুটবল ক্লাবের সেক্রেটারি’র নাম।
তবে ১৯৯৯ সালের ৪ ও ৮ আগস্ট দুটি ভুয়া দানপত্রের মাধ্যমে গোকুল-মথুরা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ মোট ৪০ শতাংশ জমির মালিকানা দাবি করে। এর আগেই ১৯৮৩ সালের ৫ জুন গোকুল-মথুরা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আরও ৬৬ শতাংশ জমি নিজেদের নামে দান দলিল করে নেয়। ফলে পুরো খেলার মাঠটি কাগজে-কলমে দখলে নেয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।
বেলার পক্ষ থেকে উল্লেখ করা হয়, ২০০০ সালে প্রণীত ‘মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন’-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, এমন জমি অন্য কোনোভাবে ব্যবহার বা হস্তান্তর করার সুযোগ নেই।
এরপরও মাদ্রাসা কর্তৃপক্ষ ভুয়া দলিল দেখিয়ে সম্প্রতি মাঠে ভবন নির্মাণের উদ্যোগ নেয়। মাঠে খননযন্ত্র (ভেকু) দিয়ে কাজ শুরুর সময় স্থানীয় এলাকাবাসী সেখানে শুয়ে প্রতিবাদ জানান। বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
নোটিশে আরও উল্লেখ করা হয়, মাঠটি এলাকার একটি বহুল ব্যবহৃত উন্মুক্ত স্থান। পার্শ্ববর্তী দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় শিশু-কিশোর ও যুবকেরা নিয়মিত এখানে খেলাধুলা করে থাকে। মাঠে এখন পর্যন্ত দুই শতাধিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া জানাজা, ঈদের জামাত, ইসলামি মাহফিল, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবস উদ্যাপন, শরীরচর্চা এবং ধান মাড়াইসহ নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে মাঠটি।
বেলা বলেছে, প্রচলিত আইন অনুযায়ী ‘খেলার মাঠ’ হিসেবে রেকর্ডভুক্ত কোনো ভূমির শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। খেলার মাঠ হিসেবে চিহ্নিত ওই জমিকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি ব্যর্থতা। তাই নোটিশে অবিলম্বে মাঠের সীমানা নির্ধারণ করে স্থাপনা নির্মাণসহ সব ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি খেলার মাঠ হিসেবে শ্রেণি পরিবর্তন সম্পর্কিত সব কার্যক্রম বাতিল করে তা সংরক্ষণের দাবি জানানো হয়। মাদ্রাসা ভবনের জন্য বিকল্প কোনো অকৃষি খাসজমি নির্বাচন করতেও বলা হয়েছে।
লিগ্যাল নোটিশে সাত দিনের মধ্যে গৃহীত পদক্ষেপ জানাতে বলা হয়েছে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে