Ajker Patrika

শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি শিখতে হবে: এসএম কামাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি শিখতে হবে: এসএম কামাল

রাজনীতি করতে চাইলে তা শেখ হাসিনার কাছেই শিখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। 

আজ রোববার দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন। 

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই জনসভা সকাল থেকে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এসএম কামাল বলেন, ‘এ দেশে যারা রাজনীতি করতে চান, তাদেরকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি শিখতে হবে। মানুষকে ভালোবেসে রাজনীতি করে কীভাবে তিনি দেশের উন্নয়ন করছেন, তা দেখেই অন্যদের শিখতে হবে।’ 

রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল বলেন, ‘তারেক জিয়া হাওয়া ভবন থেকে দেশে এক সময় দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। সেই তারেক জিয়া নাকি উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যে কি না হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিএনপির আমলে চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিদ্যুৎ চেয়ে প্রাণ দিয়েছিল। রাজশাহী খুনের নগরীতে পরিণত হয়েছিল। তারা নাকি দেশকে এগিয়ে নিতে চায়!’ 

আওয়ামী লীগের বিভাগীয় নেতা কামাল বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। আমরা গর্ব করে বলতে পারি, এই দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ কীভাবে চালাতে হয়, সেই শিক্ষা শেখ হাসিনার কাছ থেকে নেওয়া উচিত। শেখ হাসিনার বাংলাদেশ মানে উন্নয়ন। শেখ হাসিনার বাংলাদেশ মানেই সমৃদ্ধি। এই দেশে তাঁর বিকল্প নেই।’ 

কামাল বলেন, ‘পঁচাত্তরের প্রেতাত্মারা বলে, শেখ হাসিনার কর্মীরা পালিয়ে যেতে পারবে না। তারা বলে-পঁচাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। এই প্রেতাত্মাদের থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। তারা যেন কখনো এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে।’ 

জনসভায় সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভায় যোগ দেবেন। ইতিমধ্যে তিনি রাজশাহী এসে পৌঁছেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত