নাটোর প্রতিনিধি
সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক বকুলকে ‘অপহরণের’ দুই ঘণ্টার পর বাড়ির সামনে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বকুল জানান, তিনি ভালো আছেন।
আজ মঙ্গলবার শ্বশুরের জানাজা শেষে ঢাকায় ফেরার পথে অপহরণের এই ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।
বকুল সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লার বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগীর মা শাহনাজ বেগম গণমাধ্যমকে বলেন, ‘বকুলকে তুলে নেওয়ার পর তাঁর মোবাইল ফোন থেকে মোটা অঙ্কের মুক্তিপণ চান কয়েকজন। মুক্তিপণের টাকা না দিলে আমার ছেলের পরিণতি খারাপ হবে বলে সংযোগ কেটে দেন। এরপর আমরা পুলিশ প্রশাসনকে জানাই ও বিভিন্ন মাধ্যমে খোঁজ শুরু করি।’
খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সিংড়া ছাড়েন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত সহকারী নাজমুল হক বকুল। এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করেন। গতকাল সোমবার শ্বশুর মারা গেলে তিনি সিংড়া আসেন।
আজ শ্বশুরের জানাজায় অংশ নিতে সিংড়ার সাতপুকুরিয়া যান বকুল। জানাজা শেষে ফেরার পথে ওই এলাকা থেকে কয়েকজন যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নেন। বকুলকে নিয়ে মোটরসাইকেল বহর তাজপুর হয়ে চৌগ্রামের দিকে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানার পর, বকুলের পরিবার তাঁর খোঁজ নিতে শুরু করে। পরে বকুলের পরিবার সিংড়া থানা ও প্রেসক্লাবে যোগাযোগ করেন।
অপহরণের দুই ঘণ্টার পর বিকেল ৪টার দিকে বকুলকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা তার বাড়িতে গেলেও পরিবারের লোকজন দেখা করেননি। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, তারা বিকেলে বকুলকে বাড়ি ফিরতে দেখেছেন।
এদিকে সন্ধ্যা ৬.১৮ মিনিটে বকুল তার ফেসবুকে পোস্টে লিখেন, ‘ভালো আছি। সমাজে বসবাস করে সামাজিক অবক্ষয়ের দাগ ও দুর্ভোগ এড়ানো যায় না। রাজনীতি নোংরা জেনেই এখানে এসেছিলাম পরিষ্কার করবো বলে, চেষ্টাও ছিলো। হয়তো পারিনি বলেই! সবকিছুর জন্য ধন্যবাদ।’
বিএনপির কিছু কর্মী বকুলকে অপহরণ করেছে শুরুতে এমন অভিযোগের ব্যাপারে জানতে বকুলের মা শাহনাজ বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
অপরদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর মোবাইল ফোনে কল দিলে রিসিভ না করায় তদার বক্তব্য জানা যায়নি। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে অপহরণ করা হয়েছে এমন কোনো তথ্য জানা নেই। কেউ এসে অভিযোগ করেননি।’
সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক বকুলকে ‘অপহরণের’ দুই ঘণ্টার পর বাড়ির সামনে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বকুল জানান, তিনি ভালো আছেন।
আজ মঙ্গলবার শ্বশুরের জানাজা শেষে ঢাকায় ফেরার পথে অপহরণের এই ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।
বকুল সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লার বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগীর মা শাহনাজ বেগম গণমাধ্যমকে বলেন, ‘বকুলকে তুলে নেওয়ার পর তাঁর মোবাইল ফোন থেকে মোটা অঙ্কের মুক্তিপণ চান কয়েকজন। মুক্তিপণের টাকা না দিলে আমার ছেলের পরিণতি খারাপ হবে বলে সংযোগ কেটে দেন। এরপর আমরা পুলিশ প্রশাসনকে জানাই ও বিভিন্ন মাধ্যমে খোঁজ শুরু করি।’
খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সিংড়া ছাড়েন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত সহকারী নাজমুল হক বকুল। এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করেন। গতকাল সোমবার শ্বশুর মারা গেলে তিনি সিংড়া আসেন।
আজ শ্বশুরের জানাজায় অংশ নিতে সিংড়ার সাতপুকুরিয়া যান বকুল। জানাজা শেষে ফেরার পথে ওই এলাকা থেকে কয়েকজন যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নেন। বকুলকে নিয়ে মোটরসাইকেল বহর তাজপুর হয়ে চৌগ্রামের দিকে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানার পর, বকুলের পরিবার তাঁর খোঁজ নিতে শুরু করে। পরে বকুলের পরিবার সিংড়া থানা ও প্রেসক্লাবে যোগাযোগ করেন।
অপহরণের দুই ঘণ্টার পর বিকেল ৪টার দিকে বকুলকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা তার বাড়িতে গেলেও পরিবারের লোকজন দেখা করেননি। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, তারা বিকেলে বকুলকে বাড়ি ফিরতে দেখেছেন।
এদিকে সন্ধ্যা ৬.১৮ মিনিটে বকুল তার ফেসবুকে পোস্টে লিখেন, ‘ভালো আছি। সমাজে বসবাস করে সামাজিক অবক্ষয়ের দাগ ও দুর্ভোগ এড়ানো যায় না। রাজনীতি নোংরা জেনেই এখানে এসেছিলাম পরিষ্কার করবো বলে, চেষ্টাও ছিলো। হয়তো পারিনি বলেই! সবকিছুর জন্য ধন্যবাদ।’
বিএনপির কিছু কর্মী বকুলকে অপহরণ করেছে শুরুতে এমন অভিযোগের ব্যাপারে জানতে বকুলের মা শাহনাজ বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
অপরদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর মোবাইল ফোনে কল দিলে রিসিভ না করায় তদার বক্তব্য জানা যায়নি। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে অপহরণ করা হয়েছে এমন কোনো তথ্য জানা নেই। কেউ এসে অভিযোগ করেননি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫