রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেন। পুরো ক্যাম্পাসে এখন শিক্ষার্থীর উপস্থিতি হাতেগোনা। আজ সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে এ চিত্র দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে আজ সকাল ১০টার দিকে অন্তত ১০ জন রিকশাচালককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়ছেন। তাঁরা প্রত্যেকেই চার-পাঁচজন শিক্ষার্থীকে গন্তব্য পৌঁছে দিয়ে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী মো. শিহাব। তাঁর বাসা রাজবাড়ীতে। আজ সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল থেকে গাড়ি চলাচল করছে। তবে রাস্তায় গিয়ে আটকে যান কিনা সেই শঙ্কায় আছেন।
তবে দূরদূরান্তে থাকা বেশ কয়েকজন ছাত্রী হল ত্যাগের নির্দেশ দেওয়ায় বিপদে পড়েছেন বলে জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, আজকে সারাদেশের আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। তাদের বাসা রাজশাহী থেকে অনেকটা দূরে হওয়ায় তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। এজন্য তারা কাছের বন্ধু অথবা আত্মীয়দের বাসায় উঠবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, গতকাল রাতে হলগুলোতে গড়ে ২৫-৩০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন ৷ তাঁদেরকে আজ সকালের মধ্যে হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাস এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও তাঁরা সকাল থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। আমরা সাহায্য চাইলে তাঁরা সহযোগিতা করবেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাঁরা রাতে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই হল ছেড়েছেন। যে কয়েকজন হলে আছেন, তারাও দ্রুত হল ত্যাগ করবেন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোটা সংস্কারব্যবস্থা আন্দোলনের কোনো সমন্বয়ক কমিটি নেই। শুরুতে যে সমন্বয়ক কমিটি ছিল, তাঁদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এরপর থেকে শিক্ষার্থীরা ‘কোটা পুনর্বহাল করা চলবে না (রাবি)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন। আজ বেলা ১১টা পর্যন্ত সেই গ্রুপে কোনো কর্মসূচির ঘোষণা দেননি আন্দোলনকারীরা।
তবে চলমান কোটাসংস্কার পদ্ধতি আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা এবং নিপীড়নের প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁরা আশেপাশে থাকা সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেন। পুরো ক্যাম্পাসে এখন শিক্ষার্থীর উপস্থিতি হাতেগোনা। আজ সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে এ চিত্র দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে আজ সকাল ১০টার দিকে অন্তত ১০ জন রিকশাচালককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়ছেন। তাঁরা প্রত্যেকেই চার-পাঁচজন শিক্ষার্থীকে গন্তব্য পৌঁছে দিয়ে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী মো. শিহাব। তাঁর বাসা রাজবাড়ীতে। আজ সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল থেকে গাড়ি চলাচল করছে। তবে রাস্তায় গিয়ে আটকে যান কিনা সেই শঙ্কায় আছেন।
তবে দূরদূরান্তে থাকা বেশ কয়েকজন ছাত্রী হল ত্যাগের নির্দেশ দেওয়ায় বিপদে পড়েছেন বলে জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, আজকে সারাদেশের আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। তাদের বাসা রাজশাহী থেকে অনেকটা দূরে হওয়ায় তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। এজন্য তারা কাছের বন্ধু অথবা আত্মীয়দের বাসায় উঠবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, গতকাল রাতে হলগুলোতে গড়ে ২৫-৩০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন ৷ তাঁদেরকে আজ সকালের মধ্যে হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাস এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও তাঁরা সকাল থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। আমরা সাহায্য চাইলে তাঁরা সহযোগিতা করবেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাঁরা রাতে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই হল ছেড়েছেন। যে কয়েকজন হলে আছেন, তারাও দ্রুত হল ত্যাগ করবেন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোটা সংস্কারব্যবস্থা আন্দোলনের কোনো সমন্বয়ক কমিটি নেই। শুরুতে যে সমন্বয়ক কমিটি ছিল, তাঁদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এরপর থেকে শিক্ষার্থীরা ‘কোটা পুনর্বহাল করা চলবে না (রাবি)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন। আজ বেলা ১১টা পর্যন্ত সেই গ্রুপে কোনো কর্মসূচির ঘোষণা দেননি আন্দোলনকারীরা।
তবে চলমান কোটাসংস্কার পদ্ধতি আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা এবং নিপীড়নের প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁরা আশেপাশে থাকা সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫