বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের কমিটিতে অছাত্র ও মাদক ব্যবসায়ীকে স্থান দেওয়ার অভিযোগ তুলে পাল্টা কমিটি ঘোষণা দিয়েছে আরেক পক্ষ। আজ মঙ্গলবার এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে নয়ন মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল গফুর বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আব্দুল গফুর বিপ্লব গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে গত বছরের ৪ ডিসেম্বর তাঁকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, ২০২১ সালের ৭ জানুয়ারি জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় গাবতলী উপজেলা শাখা কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে মিজনুর রহমান পান্নাকে সভাপতি ও আব্দুল গফুর বিপ্লবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
২০২২ সালের ৭ নভেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সজীব সাহাকে সভাপতি এবং আল-মাহিদুল ইসলাম জয়কে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা দেন। ওই রাত থেকেই ছাত্রলীগের এক অংশের নেতা-কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। আব্দুল গফুর বিপ্লব ওই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। এ কারণে গত বছরের ৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে তাঁকে বহিষ্কার করা হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এতে মিজানুর রহমান পান্নাকে সভাপতি ও আব্দুর রাকিবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যেই পাল্টা আরেকটি কমিটি ঘোষণা করা হয়।
গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না বলেন, সংগঠন পরিপন্থী কাজ করায় জেলা ছাত্রলীগ বিপ্লবকে অব্যাহতি দিয়েছে। মানুষ হাসানোর জন্য তাঁরা দুর্বৃত্তদের নিয়ে একটি কমিটি দিয়েছে। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলার দায়িত্বশীলদের এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।
পাল্টা কমিটির সাধারণ সম্পাদক দাবিদার আব্দুল গফুর বিপ্লব বলেন, ‘ছাত্রলীগের প্রকৃত কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগ যে কমিটি দিয়েছে সেখানে অছাত্র ও মাদকসেবীরা জায়গা পেয়েছেন। অব্যাহতি দেওয়ার সময় আমাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ তাঁরা জানায়নি। জেলা ছাত্রলীগের দেওয়া তথাকথিত কমিটির প্রতি আমাদের চ্যালেঞ্জ, মাঠের রাজনীতিতে আমরাই থাকবো।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, সংগঠন পরিপন্থী কাজ করায় বিপ্লবকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। পাল্টা কমিটি দেওয়ার কোনো এখতিয়ার তাঁর নেই। বিষয়টি কেন্দ্রে জানানো হবে। পাল্টা কমিটির নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের কমিটিতে অছাত্র ও মাদক ব্যবসায়ীকে স্থান দেওয়ার অভিযোগ তুলে পাল্টা কমিটি ঘোষণা দিয়েছে আরেক পক্ষ। আজ মঙ্গলবার এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে নয়ন মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল গফুর বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আব্দুল গফুর বিপ্লব গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে গত বছরের ৪ ডিসেম্বর তাঁকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, ২০২১ সালের ৭ জানুয়ারি জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় গাবতলী উপজেলা শাখা কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে মিজনুর রহমান পান্নাকে সভাপতি ও আব্দুল গফুর বিপ্লবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
২০২২ সালের ৭ নভেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সজীব সাহাকে সভাপতি এবং আল-মাহিদুল ইসলাম জয়কে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা দেন। ওই রাত থেকেই ছাত্রলীগের এক অংশের নেতা-কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। আব্দুল গফুর বিপ্লব ওই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। এ কারণে গত বছরের ৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে তাঁকে বহিষ্কার করা হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এতে মিজানুর রহমান পান্নাকে সভাপতি ও আব্দুর রাকিবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যেই পাল্টা আরেকটি কমিটি ঘোষণা করা হয়।
গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না বলেন, সংগঠন পরিপন্থী কাজ করায় জেলা ছাত্রলীগ বিপ্লবকে অব্যাহতি দিয়েছে। মানুষ হাসানোর জন্য তাঁরা দুর্বৃত্তদের নিয়ে একটি কমিটি দিয়েছে। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলার দায়িত্বশীলদের এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।
পাল্টা কমিটির সাধারণ সম্পাদক দাবিদার আব্দুল গফুর বিপ্লব বলেন, ‘ছাত্রলীগের প্রকৃত কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগ যে কমিটি দিয়েছে সেখানে অছাত্র ও মাদকসেবীরা জায়গা পেয়েছেন। অব্যাহতি দেওয়ার সময় আমাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ তাঁরা জানায়নি। জেলা ছাত্রলীগের দেওয়া তথাকথিত কমিটির প্রতি আমাদের চ্যালেঞ্জ, মাঠের রাজনীতিতে আমরাই থাকবো।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, সংগঠন পরিপন্থী কাজ করায় বিপ্লবকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। পাল্টা কমিটি দেওয়ার কোনো এখতিয়ার তাঁর নেই। বিষয়টি কেন্দ্রে জানানো হবে। পাল্টা কমিটির নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে