রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এবারের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর পর থেকেই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরণ অনশন শুরু করেন তিনজন শিক্ষার্থী। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে অংশ নেন।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। একপর্যায়ে তাঁরা আলোচনার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান। তবে শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করেন।
এ সময় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ভর্তির যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ভর্তি কমিটি আছে। এখানে ইনস্টিটিউট, বিভাগীয় প্রধান, ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় ৯০ জন সদস্য আছে। কোটার এই সিদ্ধান্ত ভর্তি কমিটিরই সিদ্ধান্ত। উপাচার্য একা একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। কোনো সিদ্ধান্ত যদি আমরা চাপিয়ে দেই তবে আমরাও ফ্যাসিস্ট প্রশাসনে পরিণত হবো। আমরা কোটার যৌক্তিকতা নিয়ে আলোচনার পক্ষে। সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটি আরও বেশি সুন্দর হয়। আমাদের ছেলেরা যে দাবি করছেন, আমরা তাদের সঙ্গে একমত এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
দুপুর সাড়ে ১২টার দিকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-উপচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার প্রমুখ।
উপাচার্য এ সময় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ পোষ্য কোটার বিষয়ে কথা বলেন। পরে কোটার বিষয়ে আগের বিজ্ঞপ্তি বাতিল এবং রিভিউ কমিটি গঠনের আশ্বাস দিলে আগামী সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। এ সময় জুস এবং বিস্কুট খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
এ সময় অনশনরত শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলের আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বিষয়ে একটি রিভিউ কমিটি হয়েছে। রিভিউ কমিটির সিদ্ধান্তের আগে পোষ্য কোটার বিষয়টি চূড়ান্ত বলে বিবেচিত হবে না। এ ছাড়া গতকাল দেওয়া বিজ্ঞপ্তিটি আপাতত স্থগিত করা হলো। এ সময় রিভিউ কমিটিতে পোষ্য কোটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত আসবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
অনশন স্থগিতের বিষয়ে রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমানুল্লাহ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা আমাদের আশ্বস্ত করেছেন, বর্তমান যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (৪ শতাংশ থেকে ৩ শতাংশ) সেটা আপাতত স্থগিত হবে। আগামীকাল তাঁরা একটা রিভিউ কমিটি দেবেন। এই কমিটি আগামী সোমবারের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। যদি সেই সিদ্ধান্ত আমাদের দাবির পক্ষে না যায় তখন আমরা আবার আন্দোলনে বসব। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপস্থিত শিক্ষার্থীদের প্রতি মর্যাদা রেখে আমরা আপাতত অনশন ভঙ্গ করেছি। দাবি আদায় না হলে আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এবারের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর পর থেকেই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরণ অনশন শুরু করেন তিনজন শিক্ষার্থী। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে অংশ নেন।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। একপর্যায়ে তাঁরা আলোচনার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান। তবে শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করেন।
এ সময় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ভর্তির যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ভর্তি কমিটি আছে। এখানে ইনস্টিটিউট, বিভাগীয় প্রধান, ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় ৯০ জন সদস্য আছে। কোটার এই সিদ্ধান্ত ভর্তি কমিটিরই সিদ্ধান্ত। উপাচার্য একা একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। কোনো সিদ্ধান্ত যদি আমরা চাপিয়ে দেই তবে আমরাও ফ্যাসিস্ট প্রশাসনে পরিণত হবো। আমরা কোটার যৌক্তিকতা নিয়ে আলোচনার পক্ষে। সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটি আরও বেশি সুন্দর হয়। আমাদের ছেলেরা যে দাবি করছেন, আমরা তাদের সঙ্গে একমত এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
দুপুর সাড়ে ১২টার দিকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-উপচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার প্রমুখ।
উপাচার্য এ সময় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ পোষ্য কোটার বিষয়ে কথা বলেন। পরে কোটার বিষয়ে আগের বিজ্ঞপ্তি বাতিল এবং রিভিউ কমিটি গঠনের আশ্বাস দিলে আগামী সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। এ সময় জুস এবং বিস্কুট খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
এ সময় অনশনরত শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলের আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বিষয়ে একটি রিভিউ কমিটি হয়েছে। রিভিউ কমিটির সিদ্ধান্তের আগে পোষ্য কোটার বিষয়টি চূড়ান্ত বলে বিবেচিত হবে না। এ ছাড়া গতকাল দেওয়া বিজ্ঞপ্তিটি আপাতত স্থগিত করা হলো। এ সময় রিভিউ কমিটিতে পোষ্য কোটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত আসবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
অনশন স্থগিতের বিষয়ে রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমানুল্লাহ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা আমাদের আশ্বস্ত করেছেন, বর্তমান যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (৪ শতাংশ থেকে ৩ শতাংশ) সেটা আপাতত স্থগিত হবে। আগামীকাল তাঁরা একটা রিভিউ কমিটি দেবেন। এই কমিটি আগামী সোমবারের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। যদি সেই সিদ্ধান্ত আমাদের দাবির পক্ষে না যায় তখন আমরা আবার আন্দোলনে বসব। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপস্থিত শিক্ষার্থীদের প্রতি মর্যাদা রেখে আমরা আপাতত অনশন ভঙ্গ করেছি। দাবি আদায় না হলে আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে