নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজশাহীতে যাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন, তাঁদের আইনের মুখোমুখি হতে হবে।’ আজ মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) লাইনসে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি।
জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। এ নিয়ে দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিএমডিএ। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে মামলা করা হলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘কৈফিয়ত’ চাওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিলেন সাংবাদিকেরা।
এ বিষয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘বিএমডিএ’র নির্বাহী পরিচালকের নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাঁদের গ্রেপ্তার করতে পারেনি?’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে পুরোপুরি অবগত না। আমি একটু বাইরে ছিলাম। আমি ঘটনাটি শুনেছি। তবে তদন্তের আগে কিছুই বলতে পারব না। কিন্তু যাঁরা অপরাধ করেছেন, নিশ্চয় তাঁরা আইনের মুখোমুখি হবেন। তদন্তের প্রয়োজন। তদন্ত হয় কি না, তা দেখতে একটু অপেক্ষা করুন।’
সাংবাদিকেরা মিয়ানমার সীমান্তের উত্তেজনা নিয়েও প্রশ্ন করেন। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের আরাকান নিয়ে অনেক দিন ধরেই জটিলতা রয়েছে। আরাকানের রোহিঙ্গা সম্প্রদায়কে উচ্ছেদ করা হয়েছে। প্রায় ১২ লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আছে। এখন শুনছি, আরাকান আর্মি নামে আরেকটা গোষ্ঠীর সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলি হচ্ছে। সেখানে যখন অ্যাটাক করতে যাচ্ছে, তখন কিছু কিছু গোলা আমাদের এখানে এসে পড়ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সীমান্তে এভাবে গোলা আসার ব্যাপারে আমাদের বিজিবি কঠোরভাবে জানিয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই দেশের অ্যাম্বাসেডরকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে সব পর্যায়েই কথাবার্তা হচ্ছে। আশা করছি, এ ধরনের গোলাগুলি বন্ধ হয়ে যাবে।’
পরে মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল ও জেলার পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজশাহীতে যাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন, তাঁদের আইনের মুখোমুখি হতে হবে।’ আজ মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) লাইনসে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি।
জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। এ নিয়ে দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিএমডিএ। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে মামলা করা হলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘কৈফিয়ত’ চাওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিলেন সাংবাদিকেরা।
এ বিষয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘বিএমডিএ’র নির্বাহী পরিচালকের নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাঁদের গ্রেপ্তার করতে পারেনি?’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে পুরোপুরি অবগত না। আমি একটু বাইরে ছিলাম। আমি ঘটনাটি শুনেছি। তবে তদন্তের আগে কিছুই বলতে পারব না। কিন্তু যাঁরা অপরাধ করেছেন, নিশ্চয় তাঁরা আইনের মুখোমুখি হবেন। তদন্তের প্রয়োজন। তদন্ত হয় কি না, তা দেখতে একটু অপেক্ষা করুন।’
সাংবাদিকেরা মিয়ানমার সীমান্তের উত্তেজনা নিয়েও প্রশ্ন করেন। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের আরাকান নিয়ে অনেক দিন ধরেই জটিলতা রয়েছে। আরাকানের রোহিঙ্গা সম্প্রদায়কে উচ্ছেদ করা হয়েছে। প্রায় ১২ লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আছে। এখন শুনছি, আরাকান আর্মি নামে আরেকটা গোষ্ঠীর সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলি হচ্ছে। সেখানে যখন অ্যাটাক করতে যাচ্ছে, তখন কিছু কিছু গোলা আমাদের এখানে এসে পড়ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সীমান্তে এভাবে গোলা আসার ব্যাপারে আমাদের বিজিবি কঠোরভাবে জানিয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই দেশের অ্যাম্বাসেডরকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে সব পর্যায়েই কথাবার্তা হচ্ছে। আশা করছি, এ ধরনের গোলাগুলি বন্ধ হয়ে যাবে।’
পরে মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল ও জেলার পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫