বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ঈদ ঘিরে কয়েক বছর ধরে বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে গোশত সমিতি। এটা বেশি পরিচিত ‘গরিবের গোশত সমিতি’ নামে। এই সমিতি এখন ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের দিন ঘনিয়ে আসায় এসব সমিতির পক্ষ থেকে গরু কেনার প্রস্তুতি চলছে। অনেকে ইতিমধ্যে গরু কিনে ফেলেছে।
উপজেলার গোচর, কুশাবাড়িয়া, পিয়াদাপাড়া, বাউসা, তেঁতুলিয়া, দীঘা, সরেরহাট, মনিগ্রাম, বলিহার, হরিরামপুর, মীরগঞ্জ, চণ্ডীপুর, ছয়ঘটি, খায়েরহাট, জোতরাঘোব, পীরগাছা, নূরনগর, আড়পাড়া, কিশোরপুর, চকরাজাপুরসহ বিভিন্ন গ্রামে পাঁচ শতাধিক সমিতি গড়ে উঠেছে। সমিতির সদস্যরা সপ্তাহে ১০০ থেকে ২০০ টাকা করে জমা দেন। কেউ দেন ২০০ থেকে ৪০০ টাকা। অনেকে আবার বছরের পুরো টাকা একত্রে দেন। এভাবে টাকা জমিয়ে ঈদুল ফিতরের আগে গরু কেনা হয়। সেই গরু জবাই করে মাংস ভাগ করে নেন সমিতির সদস্যরা। চামড়া বিক্রির টাকা ফান্ডে জমা থাকে।
এতে দরিদ্র পরিবারগুলো বাড়তি আনন্দ পায় এবং তাদের আর্থিক চাপও কমে যায়। গত কয়েক বছর ধরে ঈদুল ফিতর ঘিরে গ্রামে গ্রামে এ রকম অনেকগুলো সমিতি গড়ে উঠেছে। গরুর গোশতের দাম ক্রমাগত বাড়তে থাকায় দিনে দিনে সমিতির সংখ্যা বাড়ছে। এখন শুধু নিম্ন ও মধ্যবিত্তই নয়, এই সমিতিতে যোগ দিয়েছেন ধনীরাও। এতে এখন যোগ হয়েছেন শিক্ষক, সাংবাদিক, সরকারি ও আধা সরকারি চাকরিজীবীরা। ফলে ঈদ ঘিরে সাধারণ মানুষের কাছে’ গরিবের গোশত সমিতি’ এখন ব্যাপক সাড়া ফেলেছে।
পীরগাছা গ্রামের ঝর্ণা বেগম ও লতা বেগম কর্মজীবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁরা ১০-১৫ বছর আগে মানুষকে একত্র করে নিজ এলাকায় দুজন দুটি গোশত সমিতি গঠন করেন। তাঁদের সমিতির সদস্যসংখ্যা ৩১ ও ৩৩। তাঁরা শিক্ষক ও নারী হওয়ায় স্থানীয় লোকজন আস্থার সঙ্গে সমিতির সদস্য হয়ে চাঁদা দিয়েছেন। তাঁরা সফলতার সঙ্গে এই সমিতির কার্যক্রম চালিয়ে আসছেন।
পীরগাছা গ্রামের ১০-১৫ জন যুবক মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান করতেন। তাঁরা শুরুতে ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন ও মধ্যবিত্তের লোকজনকে সংগঠিত করে গোশত সমিতি করার উদ্যোগ নেন। এরপর দেখা যায় গ্রামে গ্রামে আরও সমিতি গড়ে উঠেছে।
ঝর্ণা বেগম বলেন, ‘এ বছর আমার সমিতির সদস্যসংখ্যা ৩১। বছরে মোট চাঁদার পরিমাণ ১ লাখ ৬৬ হাজারে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ১ লাখ ৩৩ হাজার টাকায় গরু কেনা হয়েছে। বাকি টাকায় একটি খাসি কিনে গোশত ভাগ করে নেব। অতিরিক্ত টাকা আগামী বছরের চাঁদার সঙ্গে যোগ হবে। গত বছর আমরা একেকজন ১৪ কেজি করে গোশত পেয়েছি। আমাদের এই সমিতির সদস্য রিকশা ও ভ্যানচালক, দরিদ্র, চাকরিজীবী, নিম্নবিত্তের লোকজন।’
দীঘা গ্রামের মহন আলী বলেন, ‘আমরা গরিব মানুষ। ঈদে ছেলেমেয়েদের কাপড়চোপড় কিনে টেকা শেষ হয়ে যায়। পরে চিনি-সেমাই কিনি কোনোমতে। কেমনে গোশত কিনুম? সমিতিতে দুই বছর ধরে নাম দিয়েছি। এ বছর ১ লাখ ৪৫ হাজার টাকায় গরু কেনা হয়েছে। ঈদের এক দিন আগে গরু জবাই করে গোশত ভাগ করে নেওয়া হবে।’
গোচর গ্রামের অলিম মিয়া বলেন, ‘আমাদের সমিতিতে ৪০ জন সদস্য। সপ্তাহে ১০০ টাকা চাঁদায় এই সমিতি হওয়ায় গরিব মানুষের জন্য ভালো হয়েছে। ঈদে বাড়তি চিন্তা থাকে না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, উদ্যোগটি নিঃসন্দেহে ভালো। তারা নিজেরা সঞ্চয়ী হচ্ছে। বছরব্যাপী সঞ্চয় করা টাকা দিয়ে ঈদের আগে গরু কিনলে তাদের বেগ পেতে হচ্ছে না। উপরন্তু ঈদে ছেলেমেয়েদের নিয়ে সবাই ভালো খাবারও খেতে পারল। গোশত সমিতি এলাকার মানুষের মাঝে মেলবন্ধন তৈরিতে অনেকটা সহায়ক হয়েছে। সবাইকে ঈদ মোবারক জানান তিনি।
রাজশাহীর বাঘায় ঈদ ঘিরে কয়েক বছর ধরে বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে গোশত সমিতি। এটা বেশি পরিচিত ‘গরিবের গোশত সমিতি’ নামে। এই সমিতি এখন ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের দিন ঘনিয়ে আসায় এসব সমিতির পক্ষ থেকে গরু কেনার প্রস্তুতি চলছে। অনেকে ইতিমধ্যে গরু কিনে ফেলেছে।
উপজেলার গোচর, কুশাবাড়িয়া, পিয়াদাপাড়া, বাউসা, তেঁতুলিয়া, দীঘা, সরেরহাট, মনিগ্রাম, বলিহার, হরিরামপুর, মীরগঞ্জ, চণ্ডীপুর, ছয়ঘটি, খায়েরহাট, জোতরাঘোব, পীরগাছা, নূরনগর, আড়পাড়া, কিশোরপুর, চকরাজাপুরসহ বিভিন্ন গ্রামে পাঁচ শতাধিক সমিতি গড়ে উঠেছে। সমিতির সদস্যরা সপ্তাহে ১০০ থেকে ২০০ টাকা করে জমা দেন। কেউ দেন ২০০ থেকে ৪০০ টাকা। অনেকে আবার বছরের পুরো টাকা একত্রে দেন। এভাবে টাকা জমিয়ে ঈদুল ফিতরের আগে গরু কেনা হয়। সেই গরু জবাই করে মাংস ভাগ করে নেন সমিতির সদস্যরা। চামড়া বিক্রির টাকা ফান্ডে জমা থাকে।
এতে দরিদ্র পরিবারগুলো বাড়তি আনন্দ পায় এবং তাদের আর্থিক চাপও কমে যায়। গত কয়েক বছর ধরে ঈদুল ফিতর ঘিরে গ্রামে গ্রামে এ রকম অনেকগুলো সমিতি গড়ে উঠেছে। গরুর গোশতের দাম ক্রমাগত বাড়তে থাকায় দিনে দিনে সমিতির সংখ্যা বাড়ছে। এখন শুধু নিম্ন ও মধ্যবিত্তই নয়, এই সমিতিতে যোগ দিয়েছেন ধনীরাও। এতে এখন যোগ হয়েছেন শিক্ষক, সাংবাদিক, সরকারি ও আধা সরকারি চাকরিজীবীরা। ফলে ঈদ ঘিরে সাধারণ মানুষের কাছে’ গরিবের গোশত সমিতি’ এখন ব্যাপক সাড়া ফেলেছে।
পীরগাছা গ্রামের ঝর্ণা বেগম ও লতা বেগম কর্মজীবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁরা ১০-১৫ বছর আগে মানুষকে একত্র করে নিজ এলাকায় দুজন দুটি গোশত সমিতি গঠন করেন। তাঁদের সমিতির সদস্যসংখ্যা ৩১ ও ৩৩। তাঁরা শিক্ষক ও নারী হওয়ায় স্থানীয় লোকজন আস্থার সঙ্গে সমিতির সদস্য হয়ে চাঁদা দিয়েছেন। তাঁরা সফলতার সঙ্গে এই সমিতির কার্যক্রম চালিয়ে আসছেন।
পীরগাছা গ্রামের ১০-১৫ জন যুবক মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান করতেন। তাঁরা শুরুতে ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন ও মধ্যবিত্তের লোকজনকে সংগঠিত করে গোশত সমিতি করার উদ্যোগ নেন। এরপর দেখা যায় গ্রামে গ্রামে আরও সমিতি গড়ে উঠেছে।
ঝর্ণা বেগম বলেন, ‘এ বছর আমার সমিতির সদস্যসংখ্যা ৩১। বছরে মোট চাঁদার পরিমাণ ১ লাখ ৬৬ হাজারে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ১ লাখ ৩৩ হাজার টাকায় গরু কেনা হয়েছে। বাকি টাকায় একটি খাসি কিনে গোশত ভাগ করে নেব। অতিরিক্ত টাকা আগামী বছরের চাঁদার সঙ্গে যোগ হবে। গত বছর আমরা একেকজন ১৪ কেজি করে গোশত পেয়েছি। আমাদের এই সমিতির সদস্য রিকশা ও ভ্যানচালক, দরিদ্র, চাকরিজীবী, নিম্নবিত্তের লোকজন।’
দীঘা গ্রামের মহন আলী বলেন, ‘আমরা গরিব মানুষ। ঈদে ছেলেমেয়েদের কাপড়চোপড় কিনে টেকা শেষ হয়ে যায়। পরে চিনি-সেমাই কিনি কোনোমতে। কেমনে গোশত কিনুম? সমিতিতে দুই বছর ধরে নাম দিয়েছি। এ বছর ১ লাখ ৪৫ হাজার টাকায় গরু কেনা হয়েছে। ঈদের এক দিন আগে গরু জবাই করে গোশত ভাগ করে নেওয়া হবে।’
গোচর গ্রামের অলিম মিয়া বলেন, ‘আমাদের সমিতিতে ৪০ জন সদস্য। সপ্তাহে ১০০ টাকা চাঁদায় এই সমিতি হওয়ায় গরিব মানুষের জন্য ভালো হয়েছে। ঈদে বাড়তি চিন্তা থাকে না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, উদ্যোগটি নিঃসন্দেহে ভালো। তারা নিজেরা সঞ্চয়ী হচ্ছে। বছরব্যাপী সঞ্চয় করা টাকা দিয়ে ঈদের আগে গরু কিনলে তাদের বেগ পেতে হচ্ছে না। উপরন্তু ঈদে ছেলেমেয়েদের নিয়ে সবাই ভালো খাবারও খেতে পারল। গোশত সমিতি এলাকার মানুষের মাঝে মেলবন্ধন তৈরিতে অনেকটা সহায়ক হয়েছে। সবাইকে ঈদ মোবারক জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে