নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী শহরে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আজ শনিবার সকাল ৯টা থেকে মোবাইল ফোন ইন্টারনেট কাজ করছে না। এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইল ফোনে কল করতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কয়েকবার চেষ্টা করার পর ভয়েস কল দেওয়া সম্ভব হচ্ছে।
ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় শনিবার সকাল থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে শুরু হওয়া বিএনপির বিভাগীয় সমাবেশের সংবাদ, ছবি ও ভিডিও অফিসে পাঠাতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন কর্মরত সাংবাদিকেরা। মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকলেও মাদ্রাসার মাঠ ও এর আশপাশের এলাকায় কোনোভাবেই ইন্টারনেট সংযোগ সচল করা যাচ্ছে না।
সবগুলো মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা অচল হয়ে পড়লেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে। তাই সংবাদ পাঠাতে সাংবাদিকদের একটু পর পর অফিসে দৌড়াতে হচ্ছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির নিজস্ব প্রতিবেদক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই সমাবেশস্থলের আশপাশে মোবাইল ফোনের ইন্টারনেট কাজ করছে না। অফিসের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। সমাবেশস্থলের বদলে বারবার অফিসে গিয়ে সংবাদ পাঠাতে হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কোনো এলাকাতেই মোবাইল ফোনে ইন্টারনেট সেবা স্বাভাবিক নেই।
সমাবেশস্থল থেকে বিএনপির কয়েকজন কর্মী বলেন, ‘সমাবেশস্থল তো ইন্টারনেট নেইই। আশপাশ থেকেও আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি না।’
গত বুধবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আটটি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। এর মধ্যে একটি শর্ত আছে, মাঠে কোন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কিংবা রাউটার ব্যবহার করা যাবে না।
এর আগে, শনিবার সকাল ৬টার দিকে মাদ্রাসা মাঠের তিন দিকের গেটের তালা খুলে দেয় পুলিশ। তিন দিন পাশের মাঠে অবস্থানের পর নেতা-কর্মীরা সকালে মাদ্রসার মাঠে প্রবেশ করেন। সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতারা রাজশাহীতে এসেছেন।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে দলটি তাদের দশটি সাংগঠনিক বিভাগে সমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে আজ শনিবার বিএনপি সমাবেশ করছে।
রাজশাহী শহরে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আজ শনিবার সকাল ৯টা থেকে মোবাইল ফোন ইন্টারনেট কাজ করছে না। এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইল ফোনে কল করতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কয়েকবার চেষ্টা করার পর ভয়েস কল দেওয়া সম্ভব হচ্ছে।
ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় শনিবার সকাল থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে শুরু হওয়া বিএনপির বিভাগীয় সমাবেশের সংবাদ, ছবি ও ভিডিও অফিসে পাঠাতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন কর্মরত সাংবাদিকেরা। মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকলেও মাদ্রাসার মাঠ ও এর আশপাশের এলাকায় কোনোভাবেই ইন্টারনেট সংযোগ সচল করা যাচ্ছে না।
সবগুলো মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা অচল হয়ে পড়লেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে। তাই সংবাদ পাঠাতে সাংবাদিকদের একটু পর পর অফিসে দৌড়াতে হচ্ছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির নিজস্ব প্রতিবেদক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই সমাবেশস্থলের আশপাশে মোবাইল ফোনের ইন্টারনেট কাজ করছে না। অফিসের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। সমাবেশস্থলের বদলে বারবার অফিসে গিয়ে সংবাদ পাঠাতে হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কোনো এলাকাতেই মোবাইল ফোনে ইন্টারনেট সেবা স্বাভাবিক নেই।
সমাবেশস্থল থেকে বিএনপির কয়েকজন কর্মী বলেন, ‘সমাবেশস্থল তো ইন্টারনেট নেইই। আশপাশ থেকেও আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি না।’
গত বুধবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আটটি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। এর মধ্যে একটি শর্ত আছে, মাঠে কোন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কিংবা রাউটার ব্যবহার করা যাবে না।
এর আগে, শনিবার সকাল ৬টার দিকে মাদ্রাসা মাঠের তিন দিকের গেটের তালা খুলে দেয় পুলিশ। তিন দিন পাশের মাঠে অবস্থানের পর নেতা-কর্মীরা সকালে মাদ্রসার মাঠে প্রবেশ করেন। সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতারা রাজশাহীতে এসেছেন।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে দলটি তাদের দশটি সাংগঠনিক বিভাগে সমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে আজ শনিবার বিএনপি সমাবেশ করছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫