নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ‘রাজশাহী মহানগরীতে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে মহানগরীর পেট্রলপাম্পগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে হেলমেট ছাড়া তেল না দিতে। আপনার ও আপনার সন্তানদের চলাচল নিরাপদ করতেই এই কার্যক্রম শুরু করেছি।’
আজ বুধবার বেলা ১১টায় ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্ত চালাক ও অভিভাবকদের সচেতনতা সভায় আরএমপি কমিশনার এসব কথা বলেন।
আরএমপি কমিশনার বলেন, ‘ঢাকার প্রতিটি মোটরসাইকেল চালক ও পেছনের যাত্রীরা হেলমেট নিয়ে চলাচলে অভ্যস্ত। ঢাকার বিপুলসংখ্যক মানুষ যদি হেলমেটে অভ্যস্ত হতে পারেন, তাহলে রাজশাহীর ৫ থেকে ৬ লাখ মানুষ কোনো পারবেন না। হেলমেট নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জরুরি। ‘নো হেলমেট নো ফুয়েল’ এই কার্যক্রম প্রথমে ঢাকায় শুরু হয়ে সফল হয়েছে। আমার ধারণা রাজশাহীতেও সফল হবে।’
বিপ্লব বিজয় তালুকদার আরও বলেন, ‘এই অভিযান শুরু হয়েছে এটা নাগরিকদের শৃঙ্খলা ও সড়ক নিরাপদ রাখার জন্য। আপনারা সচেতন হলে ও সহযোগিতা করলে এই শহর হবে নিরাপদ। আগামী দিনে এই সচেতনতা কার্যক্রম স্কুলে চালু করব। সপ্তাহ খানিকের মধ্যে আমাদের অফিসাররা শিক্ষার্থীদের রাস্তায় চলাচল ও ট্রাফিক আইন বিষয়ে সচেতন করার জন্য কাজ শুরু করবেন।’
অভিভাবকদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, ‘আপনার সন্তানদের ১৮ বছরের আগে মোটরসাইকেল কিনে দিচ্ছেন তা ঠিক না। হেলমেট ছাড়া বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছে তা ঠিক না। আপনার সন্তানদের জন্য আপনাদের মায়া থাকতে হবে।’
রেজিস্ট্রেশন ছাড়া সড়কে মোটরসাইকেল চলতে না দেওয়ার কথা জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা পদ্মানদীর পাড়সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে স্কুলড্রেস পরে যারা ঘুরছে, তাদের সচেতন করছি। এ ছাড়া তাদের অভিভাবকদের ডেকে জিম্মায় দিচ্ছি। এ ধরনের অভিযান চলমান থাকবে।’
পরে চালক এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, ট্রাফিক পুলিশের উপকমিশনার অনির্বাণ চাকমাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ‘রাজশাহী মহানগরীতে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে মহানগরীর পেট্রলপাম্পগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে হেলমেট ছাড়া তেল না দিতে। আপনার ও আপনার সন্তানদের চলাচল নিরাপদ করতেই এই কার্যক্রম শুরু করেছি।’
আজ বুধবার বেলা ১১টায় ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্ত চালাক ও অভিভাবকদের সচেতনতা সভায় আরএমপি কমিশনার এসব কথা বলেন।
আরএমপি কমিশনার বলেন, ‘ঢাকার প্রতিটি মোটরসাইকেল চালক ও পেছনের যাত্রীরা হেলমেট নিয়ে চলাচলে অভ্যস্ত। ঢাকার বিপুলসংখ্যক মানুষ যদি হেলমেটে অভ্যস্ত হতে পারেন, তাহলে রাজশাহীর ৫ থেকে ৬ লাখ মানুষ কোনো পারবেন না। হেলমেট নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জরুরি। ‘নো হেলমেট নো ফুয়েল’ এই কার্যক্রম প্রথমে ঢাকায় শুরু হয়ে সফল হয়েছে। আমার ধারণা রাজশাহীতেও সফল হবে।’
বিপ্লব বিজয় তালুকদার আরও বলেন, ‘এই অভিযান শুরু হয়েছে এটা নাগরিকদের শৃঙ্খলা ও সড়ক নিরাপদ রাখার জন্য। আপনারা সচেতন হলে ও সহযোগিতা করলে এই শহর হবে নিরাপদ। আগামী দিনে এই সচেতনতা কার্যক্রম স্কুলে চালু করব। সপ্তাহ খানিকের মধ্যে আমাদের অফিসাররা শিক্ষার্থীদের রাস্তায় চলাচল ও ট্রাফিক আইন বিষয়ে সচেতন করার জন্য কাজ শুরু করবেন।’
অভিভাবকদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, ‘আপনার সন্তানদের ১৮ বছরের আগে মোটরসাইকেল কিনে দিচ্ছেন তা ঠিক না। হেলমেট ছাড়া বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছে তা ঠিক না। আপনার সন্তানদের জন্য আপনাদের মায়া থাকতে হবে।’
রেজিস্ট্রেশন ছাড়া সড়কে মোটরসাইকেল চলতে না দেওয়ার কথা জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা পদ্মানদীর পাড়সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে স্কুলড্রেস পরে যারা ঘুরছে, তাদের সচেতন করছি। এ ছাড়া তাদের অভিভাবকদের ডেকে জিম্মায় দিচ্ছি। এ ধরনের অভিযান চলমান থাকবে।’
পরে চালক এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, ট্রাফিক পুলিশের উপকমিশনার অনির্বাণ চাকমাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে