রাবি সংবাদদাতা
শুধু এই সরকার নয়, সেই অতীত থেকে পার্বত্য চট্টগ্রাম নানাভাবে আগ্রাসনের শিকার বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা।
আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডিনস কমপ্লেক্সে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর: পাহাড়-সমতলে জাতিসত্তাসমূহের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এই আলোচনা সভার আয়োজন করে।
মাইকেল চাকমা বলেন, ‘শুধু এই সরকার নয়, সেই অতীত থেকে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার পর থেকে একে একে পার্বত্য চট্টগ্রাম নানাভাবে আগ্রাসনের শিকার হয়। ১৮০৭ সালের আগস্টের এই দিনে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এর আগে আমাদের স্বাধীন শাসনব্যবস্থা ছিল। তারপর ব্রিটিশরা চলে যাওয়ার পর দেশ বিভাজনের সময় আদিবাসীরা আবারও প্রতারণার স্বীকার হয়। দেশভাগের পর পাকিস্তানের অংশ হিসেবে তাদের যে অধিকারের সাংবিধানিক রূপ দেওয়া হয়, তা আবারও বাতিল করা হয়।’
মাইকেল চাকমা বলেন, ‘দেশ স্বাধীনের পর ১৯৭২-এর সংবিধানে আমাদের বাঙালি বলা হয়। পরবর্তী সময়ে শেখ মুজিব পার্বত্য চট্টগ্রাম সফরে গিয়ে আমাদের বাঙালি হয়ে যাওয়ার কথা বলেন। তারপর জিয়া ক্ষমতায় এসে পাহাড়কে সামরিক শক্তিতে দেখতে থাকেন এবং সেখানে সামরিকায়ন করার সঙ্গে সঙ্গে তিনি সেখানে গণতান্ত্রিক আগ্রাসনের পরিকল্পনা আনেন। এই পরিকল্পনার অংশ হিসেবে লাখ লাখ শ্রমজীবী মানুষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন করেন, যা আমাদের অস্তিত্বের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে।’
ইউপিডিএফের এই সংগঠক বলেন, ‘এভাবে চলতে চলতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হলো। এই চুক্তির ফলেও আমরা পুনরায় প্রতারিত হলাম। আমরা যে প্রত্যাশার কথা বলছি, তা আমাদের অনেক ছিল। কিন্তু বারবার প্রত্যাশার বিপরীতে আমাদের বিরুদ্ধে রাষ্ট্র তার আধিপত্যবাদের যে চিন্তা, তা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। যে সরকারই এসেছে, তারা নিজ নিজ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে শুধু ঝুলিয়েই রেখেছে।’
রাবির সহযোগী অধ্যাপক গোলাম সারোয়ার সজন বলেন, প্রকৃত অর্থে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে অধিকার, তা দিন দিন সংকুচিত হচ্ছে। তারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও প্রাপ্তির বেলায় শূন্য। বিগত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাস উচ্ছেদের নামে তাদের হত্যা করা হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ বিলোপ হলেও তাদের অধিকার বাস্তবায়িত হয়নি।
গোলাম সারোয়ার বলেন, ‘যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছিল, সে জায়গা থেকে আমরা দূরে সরে গেছি। তাদের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকে রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যায়িত করে। বিগত অভ্যুত্থানগুলো যেভাবে ব্যর্থ হয়েছে, এই অভ্যুত্থানও কাঙ্ক্ষিত লক্ষ্য ও আকাঙ্ক্ষা অর্জন করতে পারেনি।’
পিসিপি রাবি শাখার সভাপতি শামীন ত্রিপুরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি প্রদীপ মার্দী, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি অমল ত্রিপুরা, রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, রাষ্ট্রচিন্তার পক্ষে কৌশিক দাস কঙ্কন, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আজাদ ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আলিফ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শুধু এই সরকার নয়, সেই অতীত থেকে পার্বত্য চট্টগ্রাম নানাভাবে আগ্রাসনের শিকার বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা।
আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডিনস কমপ্লেক্সে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর: পাহাড়-সমতলে জাতিসত্তাসমূহের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এই আলোচনা সভার আয়োজন করে।
মাইকেল চাকমা বলেন, ‘শুধু এই সরকার নয়, সেই অতীত থেকে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার পর থেকে একে একে পার্বত্য চট্টগ্রাম নানাভাবে আগ্রাসনের শিকার হয়। ১৮০৭ সালের আগস্টের এই দিনে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এর আগে আমাদের স্বাধীন শাসনব্যবস্থা ছিল। তারপর ব্রিটিশরা চলে যাওয়ার পর দেশ বিভাজনের সময় আদিবাসীরা আবারও প্রতারণার স্বীকার হয়। দেশভাগের পর পাকিস্তানের অংশ হিসেবে তাদের যে অধিকারের সাংবিধানিক রূপ দেওয়া হয়, তা আবারও বাতিল করা হয়।’
মাইকেল চাকমা বলেন, ‘দেশ স্বাধীনের পর ১৯৭২-এর সংবিধানে আমাদের বাঙালি বলা হয়। পরবর্তী সময়ে শেখ মুজিব পার্বত্য চট্টগ্রাম সফরে গিয়ে আমাদের বাঙালি হয়ে যাওয়ার কথা বলেন। তারপর জিয়া ক্ষমতায় এসে পাহাড়কে সামরিক শক্তিতে দেখতে থাকেন এবং সেখানে সামরিকায়ন করার সঙ্গে সঙ্গে তিনি সেখানে গণতান্ত্রিক আগ্রাসনের পরিকল্পনা আনেন। এই পরিকল্পনার অংশ হিসেবে লাখ লাখ শ্রমজীবী মানুষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন করেন, যা আমাদের অস্তিত্বের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে।’
ইউপিডিএফের এই সংগঠক বলেন, ‘এভাবে চলতে চলতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হলো। এই চুক্তির ফলেও আমরা পুনরায় প্রতারিত হলাম। আমরা যে প্রত্যাশার কথা বলছি, তা আমাদের অনেক ছিল। কিন্তু বারবার প্রত্যাশার বিপরীতে আমাদের বিরুদ্ধে রাষ্ট্র তার আধিপত্যবাদের যে চিন্তা, তা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। যে সরকারই এসেছে, তারা নিজ নিজ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে শুধু ঝুলিয়েই রেখেছে।’
রাবির সহযোগী অধ্যাপক গোলাম সারোয়ার সজন বলেন, প্রকৃত অর্থে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে অধিকার, তা দিন দিন সংকুচিত হচ্ছে। তারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও প্রাপ্তির বেলায় শূন্য। বিগত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাস উচ্ছেদের নামে তাদের হত্যা করা হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ বিলোপ হলেও তাদের অধিকার বাস্তবায়িত হয়নি।
গোলাম সারোয়ার বলেন, ‘যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছিল, সে জায়গা থেকে আমরা দূরে সরে গেছি। তাদের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকে রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যায়িত করে। বিগত অভ্যুত্থানগুলো যেভাবে ব্যর্থ হয়েছে, এই অভ্যুত্থানও কাঙ্ক্ষিত লক্ষ্য ও আকাঙ্ক্ষা অর্জন করতে পারেনি।’
পিসিপি রাবি শাখার সভাপতি শামীন ত্রিপুরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি প্রদীপ মার্দী, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি অমল ত্রিপুরা, রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, রাষ্ট্রচিন্তার পক্ষে কৌশিক দাস কঙ্কন, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আজাদ ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আলিফ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে