Ajker Patrika

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে

ক্রিকেট খেলা দেখার সময় প্রথম সারির সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের টিভি রুমে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হল প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। 

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ ও নবাব আব্দুল লতিফ হলের ১৪০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। অপরদিকে, অভিযুক্তরা হলেন—হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন ও কর্মী তাসকীফ আল তৌহিদ। 

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, রোববার রাতে হলের টিভি রুমের সামনের সারিতে বসে তিনি খেলা উপভোগ করছিলেন। এমন সময় ছাত্রলীগ নেতা তৌহিদ তাঁকে সিট থেকে উঠে যেতে বলেন। তখন তিনি কোনো প্রতিবাদ না করে বের হয়ে যান। পরে তিনি বিষয়টি হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেনকে জানান। পরে রাত ১২টার পর তৌহিদ, শামীম ও তাঁর সহযোগীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ‘তুই কীভাবে হলে থাকিস সেটা দেখব’—বলেও ছাত্রলীগের দুই নেতা হুমকি দিয়েছেন অভিযোগ ওই শিক্ষার্থীর। 

তবে বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা শামীম হোসেন বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। রাতে খেলা দেখার সময় সিনিয়র-জুনিয়র নিয়ে একটু ঝামেলা হয়। সেখানে আমি ছিলাম না। পরে ওই ছেলে আমাকে বিষয়টি জানায়। তখন সেখানে গিয়ে দেখি ওদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে গেছে। তখন আমি তাদের শান্ত করি।’ এদিকে, অভিযোগের বিষয়ে ছাত্রলীগ কর্মী তাসকীফ আল তৌহিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনা তদন্ত করার জন্য হলের আবাসিক শিক্ষক ড. অনিক কৃষ্ণ কর্মকারকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত