নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও পবা প্রতিনিধি
রাজশাহীর বায়া-তানোর সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে ডাকাতি চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে রাজশাহীর পবা উপজেলার বাগসারা ও বাগধানীর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাত দলের কবলে পড়া এক প্রত্যক্ষদর্শী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছে পুলিশ। যদিও ডাকাত দলের কবলে পড়া আত্মীয়ের কাছ থেকে মোবাইল ফোনে কল পেয়ে এক ব্যক্তি পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করার কথা জানিয়েছেন।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামের ব্যবসায়ী এনামুল হক আজ ভোররাতে বায়া-তানোর সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। তিনি জানান, তিনি একটি নতুন প্রাইভেট কার কিনে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পেছনের আরেকটি মাইক্রোবাসে তাঁর কয়েকজন নিকটাত্মীয় ছিলেন। তিনি প্রাইভেট কার নিয়ে সামনে ছিলেন, পেছনে মাইক্রোবাসটি ছিল একটু দূরে।
তানোর উপজেলার সীমানার মধ্যে ঢোকার একটু আগে এনামুল হক দেখেন, সামনে কয়েকটি মাছবাহী মিনি ট্রাক, পিকআপ ও সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে। তিনি ভেবেছিলেন সামনে যানজট লেগেছে। তাই ডান পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় ডাকাত দলের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গাড়ি ঘিরে ধরে। তারা গাড়ির গেট খোলার জন্য বলতে থাকে। কিন্তু এনামুল হক গেট না খুলে গাড়িকে পেছনের দিকে নিতে থাকেন।
এরই মধ্যে পেছনের মাইক্রোবাসটি চলে আসে। একইভাবে এনামুল হকের প্রাইভেট কারের গেট খোলার জন্যও বলেন ডাকাত দলের সদস্যরা। তবে এই গাড়ির চালক তুহিন আলীও গেট না খুলে গাড়ি পেছনে ঘোরাতে থাকেন। তখন ডাকাত দলের সদস্যরা গাড়িতে হাঁসুয়া ও রামদার আঘাত করতে শুরু করেন। প্রাইভেট কারের চালক তুহিনের গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করায় ডাকাত দলের এক সদস্য তুহিনকে লক্ষ্য করে হাঁসুয়ার আঘাত করেন। এতে তুহিনের ব্লেজার কেটে যায়। তিনি একটুর জন্য রক্ষা পান। এভাবে তাঁরা পালিয়ে আসেন। ডাকাত দলের কবলে পড়ে এনামুলের নতুন প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে তাঁরা আবার বায়া মোড়ে চলে আসেন। এর প্রায় ২০ মিনিট পর ওই রাস্তা দিয়ে আরও গাড়ি যেতে শুরু করলে তারাও পেছনে পেছনে যান। গিয়ে দেখেন, ডাকাত দল যেখানে আক্রমণ করেছিল, সেখানে সড়কের ওপর থেকে একটি কাটা গাছ সরানো হচ্ছে। ওই সময় ঘটনাস্থলে ডাকাত দলের কোনো সদস্যকে দেখা যায়নি। এনামুল দাবি করেন, প্রথমবার ঘটনাস্থলে তিনি ১৫ থেকে ২০ জন ডাকাত দেখেছেন। সবার হাতেই দেশীয় অস্ত্র ছিল। তবে কতটি গাড়িতে ডাকাতি করা হয়েছে সেই তথ্য তিনি দিতে পারেননি।
এনামুল হকের গাড়ি থেকে ঘটনার সময়ের একটি ভিডিও করা হয়েছে। এতে দেখা গেছে, এনামুলের গাড়ি ঘটনাস্থলে গেলেই দেশীয় অস্ত্র হাতে দুজন গাড়ির দিকে টর্চের লাইট মারে। গাড়ি থামলে তারা সামনে এসে দাঁড়ায়। এনামুল যখন গাড়ি পেছনে নিচ্ছিলেন, তখনো তাঁরা দুজন পেছন পেছন ধাওয়া করছিল।
এনামুল হকের আত্মীয় বায়া এলাকার আবদুল গনি পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করেছিলেন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার আত্মীয়রা ডাকাত দলের কবলে পড়ে ফোন করেন। আমাকে তাঁরা বলেন ডাকাত দলের কবলে পড়েছেন। এখানে হতাহতের ঘটনাও ঘটতে পারে। এ খবর শুনেই তিনি পুলিশের ৯৯৯ নম্বরে কল করে ঘটনা জানান।
জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা তো জানা নেই। গত রাতে আমরা সারা রাত ডিউটি করেছি। আমার সঙ্গে এই জোনের উপকমিশনার (ডিসি) স্যারও ছিলেন। ঘটনা শুনলে তো সঙ্গে সঙ্গে যেতাম।’
রাজশাহীর বায়া-তানোর সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে ডাকাতি চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে রাজশাহীর পবা উপজেলার বাগসারা ও বাগধানীর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাত দলের কবলে পড়া এক প্রত্যক্ষদর্শী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছে পুলিশ। যদিও ডাকাত দলের কবলে পড়া আত্মীয়ের কাছ থেকে মোবাইল ফোনে কল পেয়ে এক ব্যক্তি পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করার কথা জানিয়েছেন।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামের ব্যবসায়ী এনামুল হক আজ ভোররাতে বায়া-তানোর সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। তিনি জানান, তিনি একটি নতুন প্রাইভেট কার কিনে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পেছনের আরেকটি মাইক্রোবাসে তাঁর কয়েকজন নিকটাত্মীয় ছিলেন। তিনি প্রাইভেট কার নিয়ে সামনে ছিলেন, পেছনে মাইক্রোবাসটি ছিল একটু দূরে।
তানোর উপজেলার সীমানার মধ্যে ঢোকার একটু আগে এনামুল হক দেখেন, সামনে কয়েকটি মাছবাহী মিনি ট্রাক, পিকআপ ও সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে। তিনি ভেবেছিলেন সামনে যানজট লেগেছে। তাই ডান পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় ডাকাত দলের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গাড়ি ঘিরে ধরে। তারা গাড়ির গেট খোলার জন্য বলতে থাকে। কিন্তু এনামুল হক গেট না খুলে গাড়িকে পেছনের দিকে নিতে থাকেন।
এরই মধ্যে পেছনের মাইক্রোবাসটি চলে আসে। একইভাবে এনামুল হকের প্রাইভেট কারের গেট খোলার জন্যও বলেন ডাকাত দলের সদস্যরা। তবে এই গাড়ির চালক তুহিন আলীও গেট না খুলে গাড়ি পেছনে ঘোরাতে থাকেন। তখন ডাকাত দলের সদস্যরা গাড়িতে হাঁসুয়া ও রামদার আঘাত করতে শুরু করেন। প্রাইভেট কারের চালক তুহিনের গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করায় ডাকাত দলের এক সদস্য তুহিনকে লক্ষ্য করে হাঁসুয়ার আঘাত করেন। এতে তুহিনের ব্লেজার কেটে যায়। তিনি একটুর জন্য রক্ষা পান। এভাবে তাঁরা পালিয়ে আসেন। ডাকাত দলের কবলে পড়ে এনামুলের নতুন প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে তাঁরা আবার বায়া মোড়ে চলে আসেন। এর প্রায় ২০ মিনিট পর ওই রাস্তা দিয়ে আরও গাড়ি যেতে শুরু করলে তারাও পেছনে পেছনে যান। গিয়ে দেখেন, ডাকাত দল যেখানে আক্রমণ করেছিল, সেখানে সড়কের ওপর থেকে একটি কাটা গাছ সরানো হচ্ছে। ওই সময় ঘটনাস্থলে ডাকাত দলের কোনো সদস্যকে দেখা যায়নি। এনামুল দাবি করেন, প্রথমবার ঘটনাস্থলে তিনি ১৫ থেকে ২০ জন ডাকাত দেখেছেন। সবার হাতেই দেশীয় অস্ত্র ছিল। তবে কতটি গাড়িতে ডাকাতি করা হয়েছে সেই তথ্য তিনি দিতে পারেননি।
এনামুল হকের গাড়ি থেকে ঘটনার সময়ের একটি ভিডিও করা হয়েছে। এতে দেখা গেছে, এনামুলের গাড়ি ঘটনাস্থলে গেলেই দেশীয় অস্ত্র হাতে দুজন গাড়ির দিকে টর্চের লাইট মারে। গাড়ি থামলে তারা সামনে এসে দাঁড়ায়। এনামুল যখন গাড়ি পেছনে নিচ্ছিলেন, তখনো তাঁরা দুজন পেছন পেছন ধাওয়া করছিল।
এনামুল হকের আত্মীয় বায়া এলাকার আবদুল গনি পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করেছিলেন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার আত্মীয়রা ডাকাত দলের কবলে পড়ে ফোন করেন। আমাকে তাঁরা বলেন ডাকাত দলের কবলে পড়েছেন। এখানে হতাহতের ঘটনাও ঘটতে পারে। এ খবর শুনেই তিনি পুলিশের ৯৯৯ নম্বরে কল করে ঘটনা জানান।
জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা তো জানা নেই। গত রাতে আমরা সারা রাত ডিউটি করেছি। আমার সঙ্গে এই জোনের উপকমিশনার (ডিসি) স্যারও ছিলেন। ঘটনা শুনলে তো সঙ্গে সঙ্গে যেতাম।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে