Ajker Patrika

নাটোরে বিএনপি নেতা বাচ্চুর জামিন নামঞ্জুর

নাটোর প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৭: ৩৪
নাটোরে বিএনপি নেতা বাচ্চুর জামিন নামঞ্জুর

নাটোরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার জেলা অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলমের আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নাটোরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির নেতা-কর্মীর। এ সময় পিস্তল থেকে গুলি ছুড়ে ভাইরাল হন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু।

পরে তাঁকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দয়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিয়ন হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত