Ajker Patrika

রাবিতে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

রাবি প্রতিনিধি
রাবিতে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে ঘটে যাওয়া একের পর এক ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ উল্লেখ তাদের পদত্যাগের দাবি জানানো হয়। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই কর্মসূচি পালন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

কর্মসূচিতে শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিন্তু প্রক্টরিয়াল বডি ছিনতাইয়ের বিরুদ্ধে কোনো সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফলে ক্যাম্পাস দিনে দিনে দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শিক্ষার্থীদের নিরাপত্তায় মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা, পুলিশ টিম মোতায়েন রয়েছে। এরপরেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এটা মেনে নেওয়া যায় না।’ 

কর্মসূচিতে শিক্ষার্থীরা আরও বলেন, ‘প্রশাসনে প্রক্টরিয়াল বডি রয়েছে। তাদের দায়িত্ব ক্যাম্পাস ও শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়া। কিন্তু ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরিয়াল বডির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। এত পুলিশ, গোয়েন্দা ক্যাম্পাসে ক্রিয়াশীল থাকা সত্ত্বেও উপাচার্যের বাস ভবনের সামনে ছিনতাই হচ্ছে। এতে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।’ 

ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় এই কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত