রাজশাহী প্রতিনিধি
করোনা টিকা না নেওয়া আত্মহত্যার শামিল বলে জানিয়েছেন আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জানা যায়, রাজশাহীতে আবারও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও বাড়ছে রোগী। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য রয়েছে আলাদা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। গতকাল আইসিইউতে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। যাদের কেউ করোনা টিকা গ্রহণ করেননি।
একজন রোগীর কথা তুলে ধরে আইসিইউর ইনচার্জ লিখেছেন, ‘মেয়ে ব্যাংকার, ছেলে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। অথচ পিতা কোভিড ভ্যাকসিন নেননি। সিটি করপোরেশনের অভিজাত আবাসিক এলাকায় বসবাস, রোগী নিজেও একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। অথচ ভ্যাকসিন নেওয়ার হিসাবটুকু করতে পারলেন না। জ্বর, কাশিতে বাসায় কাটল পাঁচ দিন, শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষার পর দেখা গেল ৮০-৯০ শতাংশ ফুসফুস আক্রান্ত। পরদিন করোনা টেস্টেও পজিটিভ। কোভিড আইসিইউতে ভর্তি হলেন এবং আইসিইউ ভেন্টিলেটর দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। জানি না শেষ পর্যন্ত কি হবে।’
ইনচার্জ আরও লিখেন, ‘আইসিইউতে ভর্তি পাঁচজন রোগীর একজনও করোনা ভ্যাকসিন নেননি। সবার বয়স ৫০ এর উপরে।’
টিকার যোগানে সরকারের প্রশংসা করে এই চিকিৎসক লেখেন, ‘আমাদের দেশের মানুষকে ভাগ্যবানই বলতে হবে। প্রিয় বাংলাদেশের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন যোগাড় করতে পেরেছে। এ দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হয়েছে, এমনটি শুনিনি। পৃথিবীতে আমাদের মতো অন্য গরীব দেশগুলো তাদের জনসংখ্যার ১০ শতাংশ ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাগাদা দেওয়া সত্বেও যোগাড় করতে পারেনি। এত বিশাল জনসংখার একটা দেশের সরকারের জন্য এটা বিরাট সাফল্য বলে মনে করি।’
‘বিনে পয়সায় এত সুযোগ পাওয়া সত্বেও কোনো মানুষ যদি ভ্যাকসিন না নেয়, তাহলে সেটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। কোনো আবিস্কার/উদ্ভাবনই মহান আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। পৃথিবীর কোটি মানুষের আহাজারিতে মহান সৃষ্টিকর্তার দয়ার বরকতের ফসল এ ভ্যাকসিন আবিস্কার। ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া বিশাল পার্থক্য তৈরি করেছে। পৃথিবীর সকল মানুষের জন্য ভ্যাকসিন নেওয়া এবং মাস্ক পরা ছাড়া এখন পর্যন্ত বিকল্প কিছু নেই। ডেল্টা বা বেটা বা ওমিক্রন যেটায় আপনাকে আক্রমণ করুক, সেটা থেকে অনেকখানি নিরাপত্তা দিতে পারবে, এটা প্রমাণিত।’
সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সুতরাং, অবিলম্বে নিজের এবং প্রিয়জনের জন্য সুযোগ পেলেই ভ্যাকসিন নেবার ব্যবস্থা নিন।’
করোনা টিকা না নেওয়া আত্মহত্যার শামিল বলে জানিয়েছেন আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জানা যায়, রাজশাহীতে আবারও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও বাড়ছে রোগী। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য রয়েছে আলাদা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। গতকাল আইসিইউতে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। যাদের কেউ করোনা টিকা গ্রহণ করেননি।
একজন রোগীর কথা তুলে ধরে আইসিইউর ইনচার্জ লিখেছেন, ‘মেয়ে ব্যাংকার, ছেলে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। অথচ পিতা কোভিড ভ্যাকসিন নেননি। সিটি করপোরেশনের অভিজাত আবাসিক এলাকায় বসবাস, রোগী নিজেও একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। অথচ ভ্যাকসিন নেওয়ার হিসাবটুকু করতে পারলেন না। জ্বর, কাশিতে বাসায় কাটল পাঁচ দিন, শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষার পর দেখা গেল ৮০-৯০ শতাংশ ফুসফুস আক্রান্ত। পরদিন করোনা টেস্টেও পজিটিভ। কোভিড আইসিইউতে ভর্তি হলেন এবং আইসিইউ ভেন্টিলেটর দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। জানি না শেষ পর্যন্ত কি হবে।’
ইনচার্জ আরও লিখেন, ‘আইসিইউতে ভর্তি পাঁচজন রোগীর একজনও করোনা ভ্যাকসিন নেননি। সবার বয়স ৫০ এর উপরে।’
টিকার যোগানে সরকারের প্রশংসা করে এই চিকিৎসক লেখেন, ‘আমাদের দেশের মানুষকে ভাগ্যবানই বলতে হবে। প্রিয় বাংলাদেশের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন যোগাড় করতে পেরেছে। এ দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হয়েছে, এমনটি শুনিনি। পৃথিবীতে আমাদের মতো অন্য গরীব দেশগুলো তাদের জনসংখ্যার ১০ শতাংশ ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাগাদা দেওয়া সত্বেও যোগাড় করতে পারেনি। এত বিশাল জনসংখার একটা দেশের সরকারের জন্য এটা বিরাট সাফল্য বলে মনে করি।’
‘বিনে পয়সায় এত সুযোগ পাওয়া সত্বেও কোনো মানুষ যদি ভ্যাকসিন না নেয়, তাহলে সেটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। কোনো আবিস্কার/উদ্ভাবনই মহান আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। পৃথিবীর কোটি মানুষের আহাজারিতে মহান সৃষ্টিকর্তার দয়ার বরকতের ফসল এ ভ্যাকসিন আবিস্কার। ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া বিশাল পার্থক্য তৈরি করেছে। পৃথিবীর সকল মানুষের জন্য ভ্যাকসিন নেওয়া এবং মাস্ক পরা ছাড়া এখন পর্যন্ত বিকল্প কিছু নেই। ডেল্টা বা বেটা বা ওমিক্রন যেটায় আপনাকে আক্রমণ করুক, সেটা থেকে অনেকখানি নিরাপত্তা দিতে পারবে, এটা প্রমাণিত।’
সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সুতরাং, অবিলম্বে নিজের এবং প্রিয়জনের জন্য সুযোগ পেলেই ভ্যাকসিন নেবার ব্যবস্থা নিন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫