দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে চলিত মৌসুমে দুই দফা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই আবার ঘূর্ণিঝড় মোখার ক্ষতির শঙ্কায় এবার আধা-পাকা ধান কাটছেন উপজেলার কৃষকেরা। বিগত বছরগুলোতে ঝড়ে কৃষকের ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় এ বছর আগেভাগেই খেত থেকে ধান কাটতে দেখা গেছে তাঁদের। কৃষি কার্যালয়ের পরামর্শে ফসল বাঁচাতে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা।
ইতিমধ্যে নিম্নাঞ্চলের বোরো ধান কেটে ঘরেও নিয়েছেন অনেক কৃষক। উপজেলা কৃষি কার্যালয় ৮০ শতাংশ পাকা ধান কেটে ঘরে তুলতে পরামর্শ দিয়েছে। এদিকে ৮০ শতাংশ পাকা ধান কাটার পরামর্শ দিলেও মাঠ পর্যায়ে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক জায়গায় জমিতে ৭০ শতাংশ ও তাঁর নিচে আধা পাকা-ধান কাটতে দেখা গেছে। উপজেলায় এখন পর্যন্ত মাত্র ৫ ভাগ জমির ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।
জানা গেছে, আজ শুক্রবারের মধ্যে পাকা ধানসহ সব রবিশস্য ঘরে তুলতে নির্দেশ দিয়েছ উপজেলা কৃষি কার্যালয়। এ বছর উপজেলায় ৩ হাজার ৯৩৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
এদিকে কৃষি কার্যালয় বলছে, এখানে বোরো ধানের আবাদ শুরু হয় দেরিতে। ইতিমধ্যে মাঠে ৩০ শতাংশ ধান পেকেছে। মাঠ থেকে পাকা ধান কেটে নিয়েছ পাঁচ ভাগ। শুক্রবারের মধ্যে মাঠ থেকে পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে এখনো ৮০ শতাংশ কাচা ধান রয়ে গেছে। ফলে কৃষকেরা তাদের ফসল নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন।
পৌর এলাকার দেবীপুর গ্রামের আব্দুল জলিল বলেন, ‘ধানে শিষ দেখা দিলে সে সময় ঝড়, শিলা বৃষ্টিতে তাঁর জমিতে প্রায় ৩০ ভাগই ঝরে গেছে। এখন আবার ঝড় ও ভারী বৃষ্টিপাতের খবর পেয়ে আগেভাগেই আধা পাকা ১০ কাটা জমির ধান কেটে নিচ্ছি। আরও প্রায় ১ বিঘা জমির ধান এখনো কাঁচা রয়েছে।’
উপজেলার কানপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বলেন, ‘আমার ধানের জমি নিচু এলাকায়। এখনো জমিতে পানি জমা রয়েছে। কিন্তু ধান এখনো পুরোপুরি পাকেনি। এ সময় ঝড় ও বৃষ্টি হয় তাহলে ধান মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। তাই আগেভাগেই আধা পাকা ধান কেটে নিচ্ছি।’
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, ‘ঝড় ও ভারী বৃষ্টির আভাস পেয়ে কৃষকদের ধান কাটার পরামর্শ দিয়েছি। ৮০ ভাগ পেকেছে এমন ধান কাটলে কোনো ক্ষতি হবে না। পুরোপুরি পাকার অপেক্ষায় থাকলে খেতে ধান ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি ঝড় ও ভারী বর্ষণ হয় তাহলে কৃষকের আরও বেশি ক্ষতি হতে পারে। সেই শঙ্কা থেকে পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।’
রাজশাহীর দুর্গাপুরে চলিত মৌসুমে দুই দফা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই আবার ঘূর্ণিঝড় মোখার ক্ষতির শঙ্কায় এবার আধা-পাকা ধান কাটছেন উপজেলার কৃষকেরা। বিগত বছরগুলোতে ঝড়ে কৃষকের ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় এ বছর আগেভাগেই খেত থেকে ধান কাটতে দেখা গেছে তাঁদের। কৃষি কার্যালয়ের পরামর্শে ফসল বাঁচাতে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা।
ইতিমধ্যে নিম্নাঞ্চলের বোরো ধান কেটে ঘরেও নিয়েছেন অনেক কৃষক। উপজেলা কৃষি কার্যালয় ৮০ শতাংশ পাকা ধান কেটে ঘরে তুলতে পরামর্শ দিয়েছে। এদিকে ৮০ শতাংশ পাকা ধান কাটার পরামর্শ দিলেও মাঠ পর্যায়ে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক জায়গায় জমিতে ৭০ শতাংশ ও তাঁর নিচে আধা পাকা-ধান কাটতে দেখা গেছে। উপজেলায় এখন পর্যন্ত মাত্র ৫ ভাগ জমির ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।
জানা গেছে, আজ শুক্রবারের মধ্যে পাকা ধানসহ সব রবিশস্য ঘরে তুলতে নির্দেশ দিয়েছ উপজেলা কৃষি কার্যালয়। এ বছর উপজেলায় ৩ হাজার ৯৩৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
এদিকে কৃষি কার্যালয় বলছে, এখানে বোরো ধানের আবাদ শুরু হয় দেরিতে। ইতিমধ্যে মাঠে ৩০ শতাংশ ধান পেকেছে। মাঠ থেকে পাকা ধান কেটে নিয়েছ পাঁচ ভাগ। শুক্রবারের মধ্যে মাঠ থেকে পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে এখনো ৮০ শতাংশ কাচা ধান রয়ে গেছে। ফলে কৃষকেরা তাদের ফসল নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন।
পৌর এলাকার দেবীপুর গ্রামের আব্দুল জলিল বলেন, ‘ধানে শিষ দেখা দিলে সে সময় ঝড়, শিলা বৃষ্টিতে তাঁর জমিতে প্রায় ৩০ ভাগই ঝরে গেছে। এখন আবার ঝড় ও ভারী বৃষ্টিপাতের খবর পেয়ে আগেভাগেই আধা পাকা ১০ কাটা জমির ধান কেটে নিচ্ছি। আরও প্রায় ১ বিঘা জমির ধান এখনো কাঁচা রয়েছে।’
উপজেলার কানপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বলেন, ‘আমার ধানের জমি নিচু এলাকায়। এখনো জমিতে পানি জমা রয়েছে। কিন্তু ধান এখনো পুরোপুরি পাকেনি। এ সময় ঝড় ও বৃষ্টি হয় তাহলে ধান মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। তাই আগেভাগেই আধা পাকা ধান কেটে নিচ্ছি।’
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, ‘ঝড় ও ভারী বৃষ্টির আভাস পেয়ে কৃষকদের ধান কাটার পরামর্শ দিয়েছি। ৮০ ভাগ পেকেছে এমন ধান কাটলে কোনো ক্ষতি হবে না। পুরোপুরি পাকার অপেক্ষায় থাকলে খেতে ধান ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি ঝড় ও ভারী বর্ষণ হয় তাহলে কৃষকের আরও বেশি ক্ষতি হতে পারে। সেই শঙ্কা থেকে পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে