Ajker Patrika

রাজশাহীতে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে দুটি মাথা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে। গতকাল শনিবার (২ আগস্ট) রাতে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রসূতিকে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে রাত ৮টার দিকে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। শিশুটির দেহ একটি হলেও মাথা দুটি।

শিশুটিকে দেখার পর চিকিৎসকেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেছেন। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় বলেন, ‘এটি যমজ শিশু নয়, জন্মগত ত্রুটি। শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটিই, কিন্তু মাথা দুটি। মুখমণ্ডল দুটি হওয়ার কারণে শিশুটির চারটি চোখ, চারটি কান, দুটি মুখ ও দুটি নাক। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘এই ধরনের শিশুর জন্মগ্রহণ বিরল। আগে তার প্রাণ বাঁচানোটাই প্রধান কাজ। সেভাবেই চিকিৎসা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত