তানোর (রাজশাহী) প্রতিনিধি
দীর্ঘ নয় বছর পর আজ শুক্রবার (১৫ জুলাই) রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হলো। মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সাধারণ সম্পাদক করে তানোর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলায় দলটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৩ সালে।
তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় শুক্রবার সকাল ১০টায়, চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। মাত্র ৩০ মিনিটেই ঘোষণা করা হয় তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।
সম্মেলনে সদ্য বিদায়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহসভাপতি মনোনীত করা হয়। এ ছাড়া সদ্য বিদায়ী সভাপতি গোলাম রাব্বানীকে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নতুন সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যের নাম ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি মাইনুল ইসলাম স্বপন কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার পৌর সদরের সরকারি আব্দুল করিম সরকার কলেজের প্রভাষক ও তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক পাপুল সরকার আজকের পত্রিকাকে বলেন, প্রথম অধিবেশন শেষে বেলা সাড়ে ১২টার দিকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মঞ্চে ডেকে নেওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন করে প্রার্থী ছিলেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, এমনকি সভাপতির দায়িত্ব পালন করা স্থানীয় এই আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীও উপজেলা কমিটির সভাপতি পদে প্রার্থী ঘোষণা করেন। তবে দুই পদের কোনোটিতেই পদপ্রত্যাশীরা ঐকমত্য হতে না পারায় পরে উপজেলা পরিষদ হলরুমে কেন্দ্রীয় ও জেলার নেতারা তাঁদের মধ্য থেকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
সদ্য বিদায়ী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম, সদস্য বেগম আকতার জাহান, মেরিনা জাহান কবিতা এমপি ও আব্দুল আওয়াল শামীম, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা প্রমুখ।
উল্লেখ্য, তানোর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৩ সালের ৩০ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কয়েক দফায় চেষ্টা হলেও বিভিন্ন কারণে সম্মেলন পিছিয়ে দেওয়া হয়।
দীর্ঘ নয় বছর পর আজ শুক্রবার (১৫ জুলাই) রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হলো। মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সাধারণ সম্পাদক করে তানোর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলায় দলটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৩ সালে।
তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় শুক্রবার সকাল ১০টায়, চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। মাত্র ৩০ মিনিটেই ঘোষণা করা হয় তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।
সম্মেলনে সদ্য বিদায়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহসভাপতি মনোনীত করা হয়। এ ছাড়া সদ্য বিদায়ী সভাপতি গোলাম রাব্বানীকে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নতুন সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যের নাম ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি মাইনুল ইসলাম স্বপন কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার পৌর সদরের সরকারি আব্দুল করিম সরকার কলেজের প্রভাষক ও তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক পাপুল সরকার আজকের পত্রিকাকে বলেন, প্রথম অধিবেশন শেষে বেলা সাড়ে ১২টার দিকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মঞ্চে ডেকে নেওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন করে প্রার্থী ছিলেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, এমনকি সভাপতির দায়িত্ব পালন করা স্থানীয় এই আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীও উপজেলা কমিটির সভাপতি পদে প্রার্থী ঘোষণা করেন। তবে দুই পদের কোনোটিতেই পদপ্রত্যাশীরা ঐকমত্য হতে না পারায় পরে উপজেলা পরিষদ হলরুমে কেন্দ্রীয় ও জেলার নেতারা তাঁদের মধ্য থেকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
সদ্য বিদায়ী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম, সদস্য বেগম আকতার জাহান, মেরিনা জাহান কবিতা এমপি ও আব্দুল আওয়াল শামীম, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা প্রমুখ।
উল্লেখ্য, তানোর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৩ সালের ৩০ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কয়েক দফায় চেষ্টা হলেও বিভিন্ন কারণে সম্মেলন পিছিয়ে দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে