Ajker Patrika

রাজশাহীর ৩০ স্থানে বসছে ‘করোনা প্রতিরোধ’ বুথ

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৬: ১১
রাজশাহীর ৩০ স্থানে বসছে ‘করোনা প্রতিরোধ’ বুথ

রাজশাহী: রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপর্ণ ভবন ও মোড়ে বসানো হচ্ছে করোনা প্রতিরোধক বুথ। এই বুথে থাকবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। যে কেউ তাঁর প্রয়োজনে এসব ব্যবহার করতে পারবেন।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের সৌজন্যে শহরজুড়ে ৩০টি বুথ বসানো হচ্ছে। শুক্রবার রাত ৯টায় রাজশাহীর নগর ভবনে একটি বুথের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর মধ্য দিয়ে ৩০টি বুথ স্থাপনের কাজ শুরু হয়েছে। 

উদ্বোধনের সময় রকি কুমার ঘোষ জানান, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথ চালু থাকবে। প্রতিটি বুথে থাকবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এসব যে কেউ ব্যবহার করতে পারবেন। এছাড়া ব্যবহৃত মাস্ক ফেলারও জায়গা রাখা হয়েছে বুথে।

রকি জানান, রাজশাহীর করোনা পরিস্থিতি ভালো নয়। বিনা মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার কারণে মানুষ এসব ব্যবহারে উৎসাহিত হবেন এমন চিন্তা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত