Ajker Patrika

‘থার্টি ফার্স্ট নাইটে’ আতশবাজিতে নিষেধাজ্ঞা আরএমপির 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৬: ২৮
‘থার্টি ফার্স্ট নাইটে’ আতশবাজিতে নিষেধাজ্ঞা আরএমপির 

রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশ বলবৎ থাকবে ১ জানুয়ারি পর্যন্ত। রাজশাহী নগর পুলিশ (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, থার্টি ফার্স্ট নাইটে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গানবাজনা, বাদ্যযন্ত্র, হর্ন বাজানো, লাউড স্পিকার ব্যবহার ও শোভাযাত্রা, মুখে কোনো ধরনের মুখোশ ব্যবহার ও বিরক্তির উদ্রেককারী বাঁশি, ভুভুজেলা, আতশবাজি, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই আদেশে রাজশাহী মহানগরী এলাকায় সব ধরনের বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন রহিত করা হয়েছে।

সেই সঙ্গে অনুমোদিত বার ও মদের দোকান এবং ডিজে পার্টি বন্ধ রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত