নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মাত্র ৩৫ শতাংশ শেয়ার নিয়ে রাজশাহীতে ১০ তলা একটি ভবন দখল করেছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। ভবনটির নাম থিম ওমর প্লাজা। রাজশাহী নিউমার্কেটের সামনের এই ভবনের প্রথম থেকে সপ্তম তলা পর্যন্ত শপিং মল। আর অষ্টম থেকে দশম তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট।
থিম রিয়েল এস্টেট নামের একটি লিমিটেড কোম্পানি করে ফারুক চৌধুরীর ৩০ কাঠা জমির ওপর ভবনটি নির্মাণ করা হয়। কোম্পানি গঠনের সময় ওমর ফারুক চৌধুরীর ৩৫ শতাংশ এবং থিম রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মোস্তাফিজুর রহমানের মালিকানা নির্ধারণ করা হয় ২৫ শতাংশ। ২০ শতাংশ করে বাকি ৪০ শতাংশ ছিল অন্য দুই অংশীদারের। তবে ভবন নির্মাণের পর সবাইকে বিতাড়িত করে সবই দখল করেছিলেন ফারুক চৌধুরী। সরকারের পতনের পর বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে পুরোনো মামলা সম্প্রতি সচল হয়েছে।
ওমর ফারুক চৌধুরী ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের টানা চারবারের এমপি। ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি। তাঁর বিরুদ্ধে লড়াই করে ভবন উদ্ধার করতে পারেননি অন্য অংশীদারেরা। মোস্তাফিজুর রহমান ২০১৯ সালে একটি মামলা করলেও ফারুক চৌধুরী প্রভাব খাটিয়ে এত দিন সেই মামলার কার্যক্রম বন্ধ করে রেখেছিলেন। সম্প্রতি আদালত স্থগিতাদেশ ‘ভ্যাকেট’ করে মামলার কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই জমির বিপরীতে একটি ব্যাংক থেকে আগেই প্রায় ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন ওমর ফারুক চৌধুরী। বিষয়টি গোপন রেখে ২০১১ সালে থিম রিয়েল এস্টেটের সঙ্গে ভবন নির্মাণের চুক্তি করেন তিনি। ২০১২ সালে ভবনের কাজ শুরু হয়। কিন্তু নির্মাণ শুরুর পর শর্তানুযায়ী টাকা দিচ্ছিলেন না ওমর ফারুক চৌধুরী। ফলে কাজ শেষ করতে কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের ঢাকার ধানমন্ডি শাখা থেকে প্রকল্পটির ওপর ২০১৫ সালের আগস্টে ২৬ কোটি টাকা ঋণ নেয়। এরপর ২০১৮ সালে নির্মাণকাজ শেষ হয়। নির্মাণ শেষ হতেই নিজের আসল রূপ দেখান ফারুক চৌধুরী। কোম্পানির সব কর্মকর্তা-কর্মচারীকে বের করে দিয়ে ভবন দখল করেন তিনি। নিজেকে ঘোষণা করেন ভবনের একক মালিক। তিনি প্রিমিয়ার ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকাও শোধ করেননি।
নথি থেকে জানা যায়, ২৬ কোটি টাকা ঋণের মধ্যে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে মোস্তাফিজুর রহমান থাকার সময় ১৫ কোটি টাকা পরিশোধ করা হয়। তবে ২০১৮ সালে ভবনটি দখল হওয়ার পরে আর একটি টাকাও ব্যাংককে দেওয়া হয়নি। বর্তমানে সুদ-আসলে ঋণের পরিমাণ ২১ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৪৯৬ টাকা ৫০ পয়সা। এই টাকা পরিশোধে সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। টাকা পরিশোধ করা না হলে বিধি অনুযায়ী ভবন নিলামে তোলা হবে বলেও জানানো হয়েছে এতে।
কীভাবে ভবন দখল হয়—এ বিষয়ে জানতে চাইলে থিম রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সালের মে মাসে ঈদের আগে তিনি রাজশাহী থেকে ঢাকায় যান। যাওয়ার পরদিন শুনতে পান, ফারুক চৌধুরীর লোকজন গিয়ে কোম্পানির সব কর্মকর্তা-কর্মচারীকে বের করে দিয়ে নিজেকে ভবনের একক মালিক ঘোষণা করেছেন। এই ভবনের মালিকানা দাবি করে কেউ এলে আর ফিরে যেতে পারবে না বলেও তিনি হুমকি দিয়েছেন। প্রাণের ভয়ে তাঁরা আর যেতে পারেননি।
মোস্তাফিজুর রহমান জানান, ২০১৮ সালেই ভবনের আনুমানিক মূল্য ছিল ১০০ কোটি টাকা। ৩৫ শতাংশ শেয়ারের মালিক হিসেবে ফারুক চৌধুরীর বিনিয়োগ ধরা যায় ৩৫ কোটি। কিন্তু ফারুক চৌধুরী দোকান ও অ্যাপার্টমেন্ট বিক্রির একটি টাকাও তাঁদের দেননি। এখন পর্যন্ত কোনো দোকানের ভাড়াও তাঁরা পাননি।
মোস্তাফিজুর রহমান ওই ভবন থেকে বিতাড়িত হলেও সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক থেকে ঋণ পরিশোধের নোটিশ পেয়েছেন। তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষ ভবনটি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে। জানতে চাইলে প্রিমিয়ার ব্যাংকের ধানমন্ডি জোনের সদ্য সাবেক ব্যবস্থাপক হাসিবুল আসাদ বলেন, ‘সম্প্রতি আমি প্রিমিয়ার ব্যাংক ছেড়ে অন্যত্র জয়েন করেছি। সর্বশেষ যতটুকু জানি, থিম ওমর প্লাজা নিলামের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। ঋণ পরিশোধ না করায় এ সিদ্ধান্ত।’
বেয়াই বাড়িতে ফারুক চৌধুরী?
ফারুক চৌধুরীর বড় মেয়ে নাফিজা হক চৌধুরীর শ্বশুর জামালপুরের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক রশিদুজ্জামান মিল্লাত। মিল্লাতের ছেলে ও ফারুক চৌধুরীর জামাতা শাহাদাত বিন জামান শোভন বর্তমানে রাজশাহীর এই পলাতক নেতার ব্যবসা ও সম্পত্তির দেখভাল করছেন বলে জানা গেছে। ফারুক চৌধুরীর ব্যবসায়িক অংশীদার মোস্তাফিজুর রহমানের দাবি, ঢাকার গুলশানে বেয়াই বাড়িতেই সপরিবারে লুকিয়ে আছেন সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী। এ বিষয়ে জানতে শাহাদাত বিন জামান শোভনকে ফোন করে পরিচয় দিলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মাত্র ৩৫ শতাংশ শেয়ার নিয়ে রাজশাহীতে ১০ তলা একটি ভবন দখল করেছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। ভবনটির নাম থিম ওমর প্লাজা। রাজশাহী নিউমার্কেটের সামনের এই ভবনের প্রথম থেকে সপ্তম তলা পর্যন্ত শপিং মল। আর অষ্টম থেকে দশম তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট।
থিম রিয়েল এস্টেট নামের একটি লিমিটেড কোম্পানি করে ফারুক চৌধুরীর ৩০ কাঠা জমির ওপর ভবনটি নির্মাণ করা হয়। কোম্পানি গঠনের সময় ওমর ফারুক চৌধুরীর ৩৫ শতাংশ এবং থিম রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মোস্তাফিজুর রহমানের মালিকানা নির্ধারণ করা হয় ২৫ শতাংশ। ২০ শতাংশ করে বাকি ৪০ শতাংশ ছিল অন্য দুই অংশীদারের। তবে ভবন নির্মাণের পর সবাইকে বিতাড়িত করে সবই দখল করেছিলেন ফারুক চৌধুরী। সরকারের পতনের পর বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে পুরোনো মামলা সম্প্রতি সচল হয়েছে।
ওমর ফারুক চৌধুরী ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের টানা চারবারের এমপি। ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি। তাঁর বিরুদ্ধে লড়াই করে ভবন উদ্ধার করতে পারেননি অন্য অংশীদারেরা। মোস্তাফিজুর রহমান ২০১৯ সালে একটি মামলা করলেও ফারুক চৌধুরী প্রভাব খাটিয়ে এত দিন সেই মামলার কার্যক্রম বন্ধ করে রেখেছিলেন। সম্প্রতি আদালত স্থগিতাদেশ ‘ভ্যাকেট’ করে মামলার কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই জমির বিপরীতে একটি ব্যাংক থেকে আগেই প্রায় ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন ওমর ফারুক চৌধুরী। বিষয়টি গোপন রেখে ২০১১ সালে থিম রিয়েল এস্টেটের সঙ্গে ভবন নির্মাণের চুক্তি করেন তিনি। ২০১২ সালে ভবনের কাজ শুরু হয়। কিন্তু নির্মাণ শুরুর পর শর্তানুযায়ী টাকা দিচ্ছিলেন না ওমর ফারুক চৌধুরী। ফলে কাজ শেষ করতে কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের ঢাকার ধানমন্ডি শাখা থেকে প্রকল্পটির ওপর ২০১৫ সালের আগস্টে ২৬ কোটি টাকা ঋণ নেয়। এরপর ২০১৮ সালে নির্মাণকাজ শেষ হয়। নির্মাণ শেষ হতেই নিজের আসল রূপ দেখান ফারুক চৌধুরী। কোম্পানির সব কর্মকর্তা-কর্মচারীকে বের করে দিয়ে ভবন দখল করেন তিনি। নিজেকে ঘোষণা করেন ভবনের একক মালিক। তিনি প্রিমিয়ার ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকাও শোধ করেননি।
নথি থেকে জানা যায়, ২৬ কোটি টাকা ঋণের মধ্যে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে মোস্তাফিজুর রহমান থাকার সময় ১৫ কোটি টাকা পরিশোধ করা হয়। তবে ২০১৮ সালে ভবনটি দখল হওয়ার পরে আর একটি টাকাও ব্যাংককে দেওয়া হয়নি। বর্তমানে সুদ-আসলে ঋণের পরিমাণ ২১ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৪৯৬ টাকা ৫০ পয়সা। এই টাকা পরিশোধে সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। টাকা পরিশোধ করা না হলে বিধি অনুযায়ী ভবন নিলামে তোলা হবে বলেও জানানো হয়েছে এতে।
কীভাবে ভবন দখল হয়—এ বিষয়ে জানতে চাইলে থিম রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সালের মে মাসে ঈদের আগে তিনি রাজশাহী থেকে ঢাকায় যান। যাওয়ার পরদিন শুনতে পান, ফারুক চৌধুরীর লোকজন গিয়ে কোম্পানির সব কর্মকর্তা-কর্মচারীকে বের করে দিয়ে নিজেকে ভবনের একক মালিক ঘোষণা করেছেন। এই ভবনের মালিকানা দাবি করে কেউ এলে আর ফিরে যেতে পারবে না বলেও তিনি হুমকি দিয়েছেন। প্রাণের ভয়ে তাঁরা আর যেতে পারেননি।
মোস্তাফিজুর রহমান জানান, ২০১৮ সালেই ভবনের আনুমানিক মূল্য ছিল ১০০ কোটি টাকা। ৩৫ শতাংশ শেয়ারের মালিক হিসেবে ফারুক চৌধুরীর বিনিয়োগ ধরা যায় ৩৫ কোটি। কিন্তু ফারুক চৌধুরী দোকান ও অ্যাপার্টমেন্ট বিক্রির একটি টাকাও তাঁদের দেননি। এখন পর্যন্ত কোনো দোকানের ভাড়াও তাঁরা পাননি।
মোস্তাফিজুর রহমান ওই ভবন থেকে বিতাড়িত হলেও সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক থেকে ঋণ পরিশোধের নোটিশ পেয়েছেন। তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষ ভবনটি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে। জানতে চাইলে প্রিমিয়ার ব্যাংকের ধানমন্ডি জোনের সদ্য সাবেক ব্যবস্থাপক হাসিবুল আসাদ বলেন, ‘সম্প্রতি আমি প্রিমিয়ার ব্যাংক ছেড়ে অন্যত্র জয়েন করেছি। সর্বশেষ যতটুকু জানি, থিম ওমর প্লাজা নিলামের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। ঋণ পরিশোধ না করায় এ সিদ্ধান্ত।’
বেয়াই বাড়িতে ফারুক চৌধুরী?
ফারুক চৌধুরীর বড় মেয়ে নাফিজা হক চৌধুরীর শ্বশুর জামালপুরের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক রশিদুজ্জামান মিল্লাত। মিল্লাতের ছেলে ও ফারুক চৌধুরীর জামাতা শাহাদাত বিন জামান শোভন বর্তমানে রাজশাহীর এই পলাতক নেতার ব্যবসা ও সম্পত্তির দেখভাল করছেন বলে জানা গেছে। ফারুক চৌধুরীর ব্যবসায়িক অংশীদার মোস্তাফিজুর রহমানের দাবি, ঢাকার গুলশানে বেয়াই বাড়িতেই সপরিবারে লুকিয়ে আছেন সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী। এ বিষয়ে জানতে শাহাদাত বিন জামান শোভনকে ফোন করে পরিচয় দিলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে