Ajker Patrika

ধর্ষণ মামলায় পলাতক আসামি পুঠিয়ার পৌর মেয়র বরগুনায় গ্রেপ্তার 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৩৭
ধর্ষণ মামলায় পলাতক আসামি পুঠিয়ার পৌর মেয়র বরগুনায় গ্রেপ্তার 

অবশেষে গ্রেপ্তার হলেন ধর্ষণ মামলার আসামি রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে বুধবার ভোররাতে বরগুনা জেলার একটি স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, ‘থানায় এক নারী ধর্ষণ মামলা দায়ের করেন। আর এর পর থেকে অভিযুক্ত আল মামুন খান পলাতক ছিলেন। আমরা তাঁকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হই।’ 

ওসি আরও বলেন, ‘মেয়রকে গ্রেপ্তারে বিভিন্ন মাধ্যম ও বরগুনা থানার পুলিশ সহযোগিতা করেছে। গ্রেপ্তার আল মামুনকে বরগুনা থেকে পুঠিয়া থানায় আনা হচ্ছে। সন্ধ্যার পর অভিযুক্ত থানায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’ 

উল্লেখ্য, পুঠিয়া সদর এলাকার এক নারীকে (২৪) প্রথমে চাকরি দেওয়ার প্রলোভনে নিয়মিত ধর্ষণ করতেন। একপর্যায়ে তাঁর এই অনৈতিক কাজে রাজি না হওয়ায় মেয়রের লোকজন তাঁকে প্রাণনাশের হুমকি দেয়, যার কারণে গত ৫ সেপ্টেম্বর মেয়রের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। মামলা নম্বর-৬। 

অন্যদিকে গত বছরের শুরুতে দুর্গাপুর উপজেলার এক হাসপাতালের সেবিকাকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন মামুন খান। এ ঘটায় ওই ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ওই সেবিকা সন্তানের পিতৃপরিচয় দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ১১ এপ্রিল মেয়রের লোকজন তাঁকে ব্যক্তিগত অফিসে তুলে এনে নির্যাতন করেন। খবর পেয়ে পুলিশ ওই সেবিকাকে মেয়রের চেম্বার থেকে উদ্ধার করে। পরে ওই রাতে ভুক্তভোগী বাদী হয়ে মেয়রকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৩। তারিখ ১১-০৪-২০২১। এ ঘটনার কিছুদিন পর আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার তদবিরে বিষয়টি রফাদফা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত