আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সিরাজুল ইসলাম খান রাজুকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু এবারও আসনটি জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এতে দলীয় সংসদ সদস্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
গতকাল রোববার বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসন থেকে জাপার নুরুল ইসলাম তালুকদারকে জোটের প্রার্থী করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন বলেন, ‘এখানে আর আওয়ামী লীগ করা যাবে না। দলের হাই কমান্ড মনে করে বগুড়ার মানুষ আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ শুধু গোপালগঞ্জে রয়েছে। কিন্তু বগুড়ায় যাঁরা আওয়ামী লীগ করে তাঁরাই প্রকৃত আওয়ামী লীগ।’
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সিরাজুল ইসলাম খান রাজু। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যা ভালো মনে করেছেন, সেটাই করেছেন।’
আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, ‘আমরা জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে বারবার কাজ করে তাঁকে জয়ী করব না। প্রয়োজনে আমরা দলীয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে করে যাব।’
আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, ‘আসনটি আবারও শরিক দলকে ছেড়ে দেওয়ায় আমরা হতাশ। বিএনপির শাসনামলে এখানকার আওয়ামী লীগ যে নির্যাতন সহ্য করেছে সারা দেশের আওয়ামী লীগকে সেই অত্যাচার সহ্য করতে হয়নি। অথচ বারবার আমাদের অগ্রহণযোগ্য ব্যক্তির জন্য কাজ করে তাঁকে জয়ী করতে হয়।’
এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে সিরাজুল ইসলাম খান রাজু ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অজয় সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ সুলতানা তৃপ্তি, আব্দুল মতিন, তবিবর রহমান তবি, ফেরদৌস স্বাধীন ফিরোজসহ অনেকেই দলীয় মনোনয়ন ফরম তোলেন। তবে আওয়ামী লীগ থেকে সিরাজুল ইসলাম খান রাজুকে নৌকা মনোনয়ন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে নির্বাচনে নৌকার দলীয় মনোনয়ন পেয়েও এই আসনে আওয়ামী লীগ নেতা আনসার আলীর মৃধার মনোনয়ন বাতিল করা হয়। প্রতীক বরাদ্দের একদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগ যোগদান করা মেজর জেনারেল (অব.) গোলাম মওলাকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন নুরুল ইসলাম তালুকদার। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলামের পক্ষে কাজ করে তাঁকে জয়ী করে।
এই আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবেন। তাঁরা হলেন–আওয়ামী লীগের (স্বতন্ত্র প্রার্থী) সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, অজয় সরকার, জাসদের আব্দুল মালেক, তৃনমুল বিএনপির আব্দুল মোত্তালেব, আফজাল হোসেন, ফেরদৌস স্বাধীন, আরফিন পারভিন, তাজ উদ্দীন মন্ডল, নজরুল ইসলাম।
দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সিরাজুল ইসলাম খান রাজুকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু এবারও আসনটি জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এতে দলীয় সংসদ সদস্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
গতকাল রোববার বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসন থেকে জাপার নুরুল ইসলাম তালুকদারকে জোটের প্রার্থী করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন বলেন, ‘এখানে আর আওয়ামী লীগ করা যাবে না। দলের হাই কমান্ড মনে করে বগুড়ার মানুষ আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ শুধু গোপালগঞ্জে রয়েছে। কিন্তু বগুড়ায় যাঁরা আওয়ামী লীগ করে তাঁরাই প্রকৃত আওয়ামী লীগ।’
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সিরাজুল ইসলাম খান রাজু। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যা ভালো মনে করেছেন, সেটাই করেছেন।’
আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, ‘আমরা জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে বারবার কাজ করে তাঁকে জয়ী করব না। প্রয়োজনে আমরা দলীয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে করে যাব।’
আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, ‘আসনটি আবারও শরিক দলকে ছেড়ে দেওয়ায় আমরা হতাশ। বিএনপির শাসনামলে এখানকার আওয়ামী লীগ যে নির্যাতন সহ্য করেছে সারা দেশের আওয়ামী লীগকে সেই অত্যাচার সহ্য করতে হয়নি। অথচ বারবার আমাদের অগ্রহণযোগ্য ব্যক্তির জন্য কাজ করে তাঁকে জয়ী করতে হয়।’
এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে সিরাজুল ইসলাম খান রাজু ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অজয় সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ সুলতানা তৃপ্তি, আব্দুল মতিন, তবিবর রহমান তবি, ফেরদৌস স্বাধীন ফিরোজসহ অনেকেই দলীয় মনোনয়ন ফরম তোলেন। তবে আওয়ামী লীগ থেকে সিরাজুল ইসলাম খান রাজুকে নৌকা মনোনয়ন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে নির্বাচনে নৌকার দলীয় মনোনয়ন পেয়েও এই আসনে আওয়ামী লীগ নেতা আনসার আলীর মৃধার মনোনয়ন বাতিল করা হয়। প্রতীক বরাদ্দের একদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগ যোগদান করা মেজর জেনারেল (অব.) গোলাম মওলাকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন নুরুল ইসলাম তালুকদার। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলামের পক্ষে কাজ করে তাঁকে জয়ী করে।
এই আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবেন। তাঁরা হলেন–আওয়ামী লীগের (স্বতন্ত্র প্রার্থী) সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, অজয় সরকার, জাসদের আব্দুল মালেক, তৃনমুল বিএনপির আব্দুল মোত্তালেব, আফজাল হোসেন, ফেরদৌস স্বাধীন, আরফিন পারভিন, তাজ উদ্দীন মন্ডল, নজরুল ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে