নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বায়োহার্বস আয়ুর্বেদিক নামে হারবাল কোম্পানির মূল ফটকের সামনে এ হামলার শিকার হন ওই সাংবাদিক নেতা। এ সময় সাংবাদিক তানজিমুলের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।
হামলার ঘটনায় সাংবাদিক তানজিমুল হক বাদী হয়ে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন—কারখানার মালিক সাঈদ বিশ্বাস (৪২), তার বোন জামাই দুরুল হুদা (৬৫), তুষার (২৮), হিমেল (৩০) এবং বাদল (৩২)। এ ছাড়া আরও ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার পর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাঈদ বিশ্বাস ছাড়া এজাহারভুক্ত বাকি সকল আসামিই গ্রেপ্তার হয়েছেন।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাংবাদিক তানজিমুল হক সকালে পেশাগত দায়িত্বপালনের উদ্দেশে প্রাইভেটকার নিয়ে নিজের বাসা থেকে বের হন। মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় তার বাসা থেকে একটু সামনেই বায়োহার্বস আয়ুর্বেদিক নামে হারবাল কোম্পানির মূল ফটকের সামনে একটি পিকআপ দাঁড়িয়ে থাকায় তার গাড়িটি আটকে যায়। এ সময় রাস্তা আটকিয়ে না রেখে পিকআপটি সরানোর অনুরোধ করলে হারবাল কোম্পানির মালিক সাঈদ বিশ্বাস ও তার বোন জামাই দুরুল হুদা ক্ষিপ্ত হন এবং গালাগালি শুরু করেন। সাংবাদিক তানজিমুল হক এ সময় তাদের ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানা স্থাপনের প্রতিবাদ জানান। এ ছাড়া তিনি রাস্তার ওপরে পিকআপ ট্রাক না রাখার অনুরোধ করেন। ছোট পরিসরের রাস্তায় মালামাল উঠানামা করায় মহল্লার লোকজনের যাতায়াতের সমস্যা হয় এবং তারা ভোগান্তি ও হয়রানির শিকার হন বলে জানান। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে হারবাল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সাংবাদিক তানজিমুলের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা তানজিমুলকে মারধর করেন এবং তার প্রাইভেটকারটি ভাঙচুর করেন।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, সাংবাদিক তানজিমুল হক বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ওই হারবাল কারখানায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকেরা বায়োহার্বস আয়ুর্বেদিক নামের ওই প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন। প্রতিষ্ঠানটি কীভাবে আবাসিক এলাকায় ওষুধ উৎপাদন করছে তা খতিয়ে দেখার দাবি জানান। এ সময় প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা এবং অবৈধভাবে উৎপাদিত বেশ কিছু ওষুধ জব্দের পর ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ বলেন, প্রতিষ্ঠানটি একাধিক ওষুধ তৈরি করছে যার অনেকগুলো তৈরির কোনো অনুমোদন নেই। এ কারণে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়েছে।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ‘এখানে চারটি ওষুধ উৎপাদনের অনুমোদনের মেয়াদ মার্চ মাস পর্যন্ত ছিল। এরপর সেটি নবায়ন করা হয়নি। তবে তারা আবেদন করেছেন। কিন্তু অনুমোদন না থাকলেও তারা ওষুধ উৎপাদন করে আসছে। এ ছাড়াও সেখানে ওষুধের মান নিয়ন্ত্রণের জন্য কোনো কেমিস্ট পাওয়া যায়নি। একজনকে নিয়োগ দেখানো হলেও তিনি ঢাকায় থাকেন। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি করা হচ্ছিল।’
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বায়োহার্বস আয়ুর্বেদিক নামে হারবাল কোম্পানির মূল ফটকের সামনে এ হামলার শিকার হন ওই সাংবাদিক নেতা। এ সময় সাংবাদিক তানজিমুলের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।
হামলার ঘটনায় সাংবাদিক তানজিমুল হক বাদী হয়ে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন—কারখানার মালিক সাঈদ বিশ্বাস (৪২), তার বোন জামাই দুরুল হুদা (৬৫), তুষার (২৮), হিমেল (৩০) এবং বাদল (৩২)। এ ছাড়া আরও ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার পর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাঈদ বিশ্বাস ছাড়া এজাহারভুক্ত বাকি সকল আসামিই গ্রেপ্তার হয়েছেন।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাংবাদিক তানজিমুল হক সকালে পেশাগত দায়িত্বপালনের উদ্দেশে প্রাইভেটকার নিয়ে নিজের বাসা থেকে বের হন। মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় তার বাসা থেকে একটু সামনেই বায়োহার্বস আয়ুর্বেদিক নামে হারবাল কোম্পানির মূল ফটকের সামনে একটি পিকআপ দাঁড়িয়ে থাকায় তার গাড়িটি আটকে যায়। এ সময় রাস্তা আটকিয়ে না রেখে পিকআপটি সরানোর অনুরোধ করলে হারবাল কোম্পানির মালিক সাঈদ বিশ্বাস ও তার বোন জামাই দুরুল হুদা ক্ষিপ্ত হন এবং গালাগালি শুরু করেন। সাংবাদিক তানজিমুল হক এ সময় তাদের ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানা স্থাপনের প্রতিবাদ জানান। এ ছাড়া তিনি রাস্তার ওপরে পিকআপ ট্রাক না রাখার অনুরোধ করেন। ছোট পরিসরের রাস্তায় মালামাল উঠানামা করায় মহল্লার লোকজনের যাতায়াতের সমস্যা হয় এবং তারা ভোগান্তি ও হয়রানির শিকার হন বলে জানান। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে হারবাল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সাংবাদিক তানজিমুলের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা তানজিমুলকে মারধর করেন এবং তার প্রাইভেটকারটি ভাঙচুর করেন।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, সাংবাদিক তানজিমুল হক বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ওই হারবাল কারখানায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকেরা বায়োহার্বস আয়ুর্বেদিক নামের ওই প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন। প্রতিষ্ঠানটি কীভাবে আবাসিক এলাকায় ওষুধ উৎপাদন করছে তা খতিয়ে দেখার দাবি জানান। এ সময় প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা এবং অবৈধভাবে উৎপাদিত বেশ কিছু ওষুধ জব্দের পর ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ বলেন, প্রতিষ্ঠানটি একাধিক ওষুধ তৈরি করছে যার অনেকগুলো তৈরির কোনো অনুমোদন নেই। এ কারণে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়েছে।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ‘এখানে চারটি ওষুধ উৎপাদনের অনুমোদনের মেয়াদ মার্চ মাস পর্যন্ত ছিল। এরপর সেটি নবায়ন করা হয়নি। তবে তারা আবেদন করেছেন। কিন্তু অনুমোদন না থাকলেও তারা ওষুধ উৎপাদন করে আসছে। এ ছাড়াও সেখানে ওষুধের মান নিয়ন্ত্রণের জন্য কোনো কেমিস্ট পাওয়া যায়নি। একজনকে নিয়োগ দেখানো হলেও তিনি ঢাকায় থাকেন। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি করা হচ্ছিল।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫