প্রতিনিধি, রাজশাহী
কেনার দুই বছর পর অবশেষে রোগী বহন শুরু করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দেড় কোটি টাকার একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার এক রোগীকে হাসপাতালের হৃদরোগ বিভাগ থেকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সটি।
নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), লাইফ সাপোর্টসহ ৪০ ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা আছে অ্যাম্বুলেন্সটির ভেতরে। ২০১৯ সালে মেসার্স ফেরিটেক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ইতালি থেকে পাঁচটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স এনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সরবরাহ করে। এর একটি পায় রামেক হাসপাতাল। কিন্তু ব্যবহারের নীতিমালা না থাকায় এবং চিকিৎসক-নার্সের সংকটে অ্যাম্বুলেন্সটি ব্যবহার হচ্ছিল না। হাসপাতালের গ্যারেজেই পড়ে ছিল অ্যাম্বুলেন্সটি।
এ নিয়ে গত ৩০ আগস্ট আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। এরপর অন্যান্য গণমাধ্যমও এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য মন্ত্রণালয় রামেক হাসপাতালকে একটি চিঠি দিয়ে অ্যাম্বুলেন্সটি চালুর বিষয়ে নির্দেশনা দেয়। এরপর বৃহস্পতিবার একজন রোগীকে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হলো। ওই রোগীর নাম লুৎফর রহমান। তিনি নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার একজন উপপরিদর্শক (এসআই)।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটিতে রোগী বহন করার সময় একজন চিকিৎসক ও একজন নার্স থাকতে হবে। তাঁদের একটা সম্মানী দেওয়া দরকার। তাই অ্যাম্বুলেন্সটি রামেক হাসপাতালে আনার পর এই সম্মানী ঠিক করে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠিতে একজন ব্রাদারকে সাড়ে তিন হাজার টাকা এবং চালককে আড়াই হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তা ছাড়া অ্যাম্বুলেন্সটির ভাড়া নির্ধারণ করার জন্যও অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময়েও এসব কিছুই হয়নি। তাই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছিল না।
তিনি জানান, এখন স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাম্বুলেন্সটি ব্যবহারের নির্দেশনা দেওয়ায় তাঁরা রোগী বহন শুরু করলেন। তবে এখনো এর কোনো নীতিমালা হয়নি। তাই সাধারণ অন্য অ্যাম্বুলেন্সের মতোও এর ভাড়া ধরা হচ্ছে প্রতি কিলোমিটারে ১০ টাকা। প্রথম দিন অ্যাম্বুলেন্সে আইসিইউ এর একজন দক্ষ ব্রাদারকে পাঠানো হয়েছে। রোগীর স্বজনেরা তাঁকে ডিএ হিসেবে ৬০০-৭০০ টাকা দিতে চেয়েছেন। কিন্তু নীতিমালা না থাকায় তিনি কোনো টিএ পাবেন না।
উল্লেখ্য, অ্যাম্বুলেন্সটির দাম ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৮৫৫ টাকা। দুই বছর ধরে রামেক হাসপাতালের একজন চালক রোজ সকালে গিয়ে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন স্টার্ট দিতেন। মেডিকেল সরঞ্জামেও বৈদ্যুতিক সুইচ দিতেন। এভাবে যন্ত্রপাতি ঠিক রাখা হয়েছিল। অ্যাম্বুলেন্সটি নিয়ে সংবাদ প্রকাশের হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা আজকের পত্রিকাকে বলেছিলেন, তিনি দ্রুত চালুর উদ্যোগ নেবেন। অবশেষে অ্যাম্বুলেন্সটি রোগী বহন শুরু করল। অ্যাম্বুলেন্সে থাকার সময়ও সব ধরনের চিকিৎসা পাবেন হৃদ রোগের রোগীরা।
কেনার দুই বছর পর অবশেষে রোগী বহন শুরু করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দেড় কোটি টাকার একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার এক রোগীকে হাসপাতালের হৃদরোগ বিভাগ থেকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সটি।
নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), লাইফ সাপোর্টসহ ৪০ ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা আছে অ্যাম্বুলেন্সটির ভেতরে। ২০১৯ সালে মেসার্স ফেরিটেক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ইতালি থেকে পাঁচটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স এনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সরবরাহ করে। এর একটি পায় রামেক হাসপাতাল। কিন্তু ব্যবহারের নীতিমালা না থাকায় এবং চিকিৎসক-নার্সের সংকটে অ্যাম্বুলেন্সটি ব্যবহার হচ্ছিল না। হাসপাতালের গ্যারেজেই পড়ে ছিল অ্যাম্বুলেন্সটি।
এ নিয়ে গত ৩০ আগস্ট আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। এরপর অন্যান্য গণমাধ্যমও এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য মন্ত্রণালয় রামেক হাসপাতালকে একটি চিঠি দিয়ে অ্যাম্বুলেন্সটি চালুর বিষয়ে নির্দেশনা দেয়। এরপর বৃহস্পতিবার একজন রোগীকে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হলো। ওই রোগীর নাম লুৎফর রহমান। তিনি নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার একজন উপপরিদর্শক (এসআই)।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটিতে রোগী বহন করার সময় একজন চিকিৎসক ও একজন নার্স থাকতে হবে। তাঁদের একটা সম্মানী দেওয়া দরকার। তাই অ্যাম্বুলেন্সটি রামেক হাসপাতালে আনার পর এই সম্মানী ঠিক করে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠিতে একজন ব্রাদারকে সাড়ে তিন হাজার টাকা এবং চালককে আড়াই হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তা ছাড়া অ্যাম্বুলেন্সটির ভাড়া নির্ধারণ করার জন্যও অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময়েও এসব কিছুই হয়নি। তাই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছিল না।
তিনি জানান, এখন স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাম্বুলেন্সটি ব্যবহারের নির্দেশনা দেওয়ায় তাঁরা রোগী বহন শুরু করলেন। তবে এখনো এর কোনো নীতিমালা হয়নি। তাই সাধারণ অন্য অ্যাম্বুলেন্সের মতোও এর ভাড়া ধরা হচ্ছে প্রতি কিলোমিটারে ১০ টাকা। প্রথম দিন অ্যাম্বুলেন্সে আইসিইউ এর একজন দক্ষ ব্রাদারকে পাঠানো হয়েছে। রোগীর স্বজনেরা তাঁকে ডিএ হিসেবে ৬০০-৭০০ টাকা দিতে চেয়েছেন। কিন্তু নীতিমালা না থাকায় তিনি কোনো টিএ পাবেন না।
উল্লেখ্য, অ্যাম্বুলেন্সটির দাম ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৮৫৫ টাকা। দুই বছর ধরে রামেক হাসপাতালের একজন চালক রোজ সকালে গিয়ে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন স্টার্ট দিতেন। মেডিকেল সরঞ্জামেও বৈদ্যুতিক সুইচ দিতেন। এভাবে যন্ত্রপাতি ঠিক রাখা হয়েছিল। অ্যাম্বুলেন্সটি নিয়ে সংবাদ প্রকাশের হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা আজকের পত্রিকাকে বলেছিলেন, তিনি দ্রুত চালুর উদ্যোগ নেবেন। অবশেষে অ্যাম্বুলেন্সটি রোগী বহন শুরু করল। অ্যাম্বুলেন্সে থাকার সময়ও সব ধরনের চিকিৎসা পাবেন হৃদ রোগের রোগীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫