Ajker Patrika

প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার কথা বলে মা-মেয়েকে প্রতারণা

রাজশাহী প্রতিনিধি
প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার কথা বলে মা-মেয়েকে প্রতারণা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটেছে। গত ৩১ জানুয়ারি মো. কুদ্দুস ওরফে ফিরোজ (৪৩) নামের এক ব্যক্তি মা-মেয়ের কাছ সর্বস্ব নিয়ে পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশ এই প্রতারককে গ্রেপ্তার করেছে। ফিরোজের বাড়ি বাঘা উপজেলার চকছাতারি গ্রামে। 

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ৩১ জানুয়ারি ফিরোজ গোদাগাড়ী উপজেলায় নূরজাহান বেগম নামের এক নারীর বাড়ি গিয়ে নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ের পিওন পরিচয় দেন। তিনি নূরজাহানকে বলেন, তাঁকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি বাড়ি দেওয়া হবে। এ জন্য নূরজাহানকে তাঁর সঙ্গে রাজশাহী জজকোর্টে যেতে হবে। সরল বিশ্বাসে নূরজাহান মেয়েকে সঙ্গে করে ফিরোজের সঙ্গে শহরে যান। 

রাজশাহী আদালত ভবনের সামনে এসে ফিরোজ বলেন, তাঁদের তৃতীয় তলায় যেতে হবে। কিন্তু সেখানে গয়না, ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। এসব দেখলে বাড়ি দেওয়া হয় না। মা-মেয়ে তখন গয়না, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগটি তাঁর কাছে রাখেন। ওই ব্যাগে সাড়ে ৭ হাজার টাকা ছিল বলে জানান নূরজাহান। 

জিনিসপত্র নিজের কাছে রেখে ফিরোজ মা-মেয়েকে একটি ব্যাংক হিসাব খোলার নামে ভবনের তৃতীয় তলায় পাঠান। তাঁরা ভবনে উঠে গেলে ফিরোজ সব কিছু নিয়ে পালিয়ে যান। নূরজাহান প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রাজপাড়া থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট তথ্য-প্রযুক্তির সহায়তায় ফিরোজকে শনাক্ত করে। 

রাজপাড়া থানা পুলিশ জেলার বাঘা থানা পুলিশের সহায়তায় ফিরোজকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ, নগদ টাকা, মোবাইল ফোন ও অলংকার উদ্ধার করা হয়েছে। আজ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত