নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার কলেজের প্রধান ফটক, একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
এতে ভবনের ভেতরে প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা ও ক্যাশিয়ার মাহিদুল ইসলাম আটকা পড়েন। বিকেল পর্যন্ত এই দুই কর্মকর্তা আটকা ছিলেন। আর শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেন।
এ সময় ১২ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, অধ্যক্ষ আওয়ামী দোসর। আগে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছিল। তিনি পদত্যাগ করেননি বলে কলেজের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেল পরিদর্শনের নামে বিনা অনুমতিতে মেয়েদের কক্ষে প্রবেশ করেন অধ্যক্ষ। এতে মেয়েদের গোপনীয়তা বিনষ্ট হয় এবং মেয়েরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। কলেজের নীতিমালা ও নিয়মাবলি উপেক্ষা করে ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এতে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়।
অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করেন। অপরিকল্পিত এবং পাঠদানের প্রতি অবহেলার কারণে তাঁর বিষয়ে প্রতিবছর সর্বোচ্চ অকৃতকার্যের হার। তিনি শিক্ষার্থীদের প্রতি অসহযোগিতামূলক আচরণ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নার্সিং কলেজের তৃতীয় বর্ষের বিএসসি ইন নার্সিং চূড়ান্ত পরীক্ষা গত বছরের ডিসেম্বরে শেষ হয়। চলতি মাসের ১৫ জানুয়ারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে কলেজের ১৪ শিক্ষার্থী কমিউনিটি হেলথ বিষয়ে ফেল করেছেন।
ফেল করার বিষয়টি ওই ১৪ শিক্ষার্থী জানতে পেরে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অপসারণ দাবি করে আন্দোলন শুরু করেন।
জানতে চাইলে শিক্ষার্থী জহুরুল ইসলাম বলেন, ‘আমাদের এই আন্দোলন ১৭ জুলাই থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের এই আওয়ামী দোসরের পদত্যাগের আন্দোলনকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য নিছক একটি বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’
অধ্যক্ষ ফয়েজুর রহমান বলেন, ‘১৪ শিক্ষার্থী যারা ফেল করার পরের দিনই আমার কক্ষে তালা দিয়েছে। আমি তাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। কিন্তু তারা আমার সঙ্গে বসেনি। এখানে বিক্ষোভ করার মতো কোনো কিছু নেই।
আর তাদের পাস-ফেলের বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপও থাকে না। তারা আগামী ৪০ দিনের মধ্যে ফেল করা বিষয়ে পরীক্ষাও দিতে পারবে। কিন্তু শিক্ষার্থীরা যা করছে, তা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’
রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার কলেজের প্রধান ফটক, একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
এতে ভবনের ভেতরে প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা ও ক্যাশিয়ার মাহিদুল ইসলাম আটকা পড়েন। বিকেল পর্যন্ত এই দুই কর্মকর্তা আটকা ছিলেন। আর শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেন।
এ সময় ১২ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, অধ্যক্ষ আওয়ামী দোসর। আগে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছিল। তিনি পদত্যাগ করেননি বলে কলেজের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেল পরিদর্শনের নামে বিনা অনুমতিতে মেয়েদের কক্ষে প্রবেশ করেন অধ্যক্ষ। এতে মেয়েদের গোপনীয়তা বিনষ্ট হয় এবং মেয়েরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। কলেজের নীতিমালা ও নিয়মাবলি উপেক্ষা করে ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এতে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়।
অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করেন। অপরিকল্পিত এবং পাঠদানের প্রতি অবহেলার কারণে তাঁর বিষয়ে প্রতিবছর সর্বোচ্চ অকৃতকার্যের হার। তিনি শিক্ষার্থীদের প্রতি অসহযোগিতামূলক আচরণ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নার্সিং কলেজের তৃতীয় বর্ষের বিএসসি ইন নার্সিং চূড়ান্ত পরীক্ষা গত বছরের ডিসেম্বরে শেষ হয়। চলতি মাসের ১৫ জানুয়ারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে কলেজের ১৪ শিক্ষার্থী কমিউনিটি হেলথ বিষয়ে ফেল করেছেন।
ফেল করার বিষয়টি ওই ১৪ শিক্ষার্থী জানতে পেরে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অপসারণ দাবি করে আন্দোলন শুরু করেন।
জানতে চাইলে শিক্ষার্থী জহুরুল ইসলাম বলেন, ‘আমাদের এই আন্দোলন ১৭ জুলাই থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের এই আওয়ামী দোসরের পদত্যাগের আন্দোলনকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য নিছক একটি বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’
অধ্যক্ষ ফয়েজুর রহমান বলেন, ‘১৪ শিক্ষার্থী যারা ফেল করার পরের দিনই আমার কক্ষে তালা দিয়েছে। আমি তাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। কিন্তু তারা আমার সঙ্গে বসেনি। এখানে বিক্ষোভ করার মতো কোনো কিছু নেই।
আর তাদের পাস-ফেলের বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপও থাকে না। তারা আগামী ৪০ দিনের মধ্যে ফেল করা বিষয়ে পরীক্ষাও দিতে পারবে। কিন্তু শিক্ষার্থীরা যা করছে, তা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে