Ajker Patrika

বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, অডিও এডিট করা: মেয়র আব্বাস

রাজশাহী প্রতিনিধি
বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, অডিও এডিট করা: মেয়র আব্বাস

বঙ্গবন্ধুর ম্যুরাল করা ‘পাপ হবে’ নিজের এমন বক্তব্যের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। সেখানে তিনি লিখেছেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেন, অডিওটি এডিট করা। তিনি অডিওটি সবাইকে মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানিয়েছেন। 

কাটাখালী পৌরসভার প্রবেশদ্বারে গেট নির্মাণের জন্য গত ২৯ মে নিজের ফেসবুকে একটি গ্রাফিকস ভিডিও পোস্ট করেছিলেন আব্বাস আলী। সেটি মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় শেয়ার করে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল এবং আমার কিছু কথা’ শিরোনামে একটি লেখায় তিনি অডিও ক্লিপের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। 

তিনি লেখেন, ‘গত ২৯ / ০৫ / ২০২১ ইং তারিখে আমার ফেসবুক আইডি থেকে কাটাখালী পৌরসভার প্রবেশদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণ করা হবে মর্মে আপলোড দিয়েছিলাম। গেট নির্মাণের জন্য সকল প্রস্তুতি চলছিল, কিন্তু ঢাকা টু রাজশাহী মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় গেটটি নির্মাণ সাময়িকভাবে বন্ধ আছে। চার লেন রাস্তা নির্মাণের জন্য মহাসড়কের দুই ধারে কতটুকু জায়গা বাড়ছে সেটা নিশ্চিত হওয়ার পরে আশা করছি আগামী বছরের জানুয়ারি/ফেব্রুয়ারিতে পুনরায় গেট নির্মাণের প্রস্তুতি শুরু করতে পারবো ইনশাআল্লাহ।’ 

তিনি আরও লেখেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণের পরিকল্পনার কথা জানানোর পর থেকে একটি অশুভ শক্তি জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ যেন গেট নির্মাণ করতে না পারি এ ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে। গতকাল থেকে কিছু সংবাদমাধ্যম এবং ফেসবুকে আমার কথা কথোপকথনের একটি অডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। অডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন, আপনারা বুঝতে পারবেন অডিওটি এডিট করে তৈরি করা হয়েছে।’ 

মেয়র লেখেন, ‘আমি কখনও কারো সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল সহ গেট নির্মাণ করা হবে না কিংবা কেউ ম্যুরাল নির্মাণ করলে বাধা দেয়া হবে, এ রকম কথা কারও সামনে কখনো বলিনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি এবং মমতাময়ী জননী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেখানো পথে একজন সাধারণ কর্মী হয়ে পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি।’ 

এর আগে সোমবার রাত থেকে দুটি অডিও ক্লিপ হাতে হাতে ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করলে পাপ হবে এমন কথা বলতে শোনা যাচ্ছে। অন্য আরেকটি অডিওতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সমালোচনা করা হচ্ছে। ঘরোয়া বৈঠকের ওই কথোপকথনে অশ্লীল ভাষায় গালাগালও রয়েছে। এ দুটি অডিও ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে তোলপাড় শুরু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত