Ajker Patrika

চাঁদাবাজির প্রতিকার চেয়ে মানববন্ধন

প্রতিনিধি, রাজশাহী
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৩: ২৬
চাঁদাবাজির প্রতিকার চেয়ে মানববন্ধন

একটি চায়ের দোকানের সামনে ফেস্টুন লাগানো। তাতে লেখা, ‘চাঁদাবাজি বন্ধ চাই’। চায়ের দোকানটি বন্ধ। দোকানের সামনে বসে আছেন বাজারের সব দোকানি। চাঁদাবাজি বন্ধে কী করা যায় তা নিয়েই আলোচনা চলছে। গতকাল শনিবার সকালের এ দৃশ্য রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা নিমতলা মোড়ের।

এই মোড়ে ৪৪টি দোকান আছে। শুক্রবার রাতে চাঁদা না দেওয়ায় এক দোকানির মাথায় ও হাতে ধারালো অস্ত্রের কোপ বসানো হয়েছে। তাঁকে রক্ষা করতে এসে আহত হন তাঁর ছেলে ও আরেক দোকানি। এ ঘটনার প্রতিবাদে তখনই সব দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। গতকাল সকালেও দোকানপাট বন্ধ রেখেই তাঁরা মানববন্ধন করেন। পরে ওই চায়ের দোকানের সামনে সবাই বসেছিলেন। সেখানেই সিদ্ধান্ত হয়, পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় তাঁরা দোকান খুলবেন। এরপর বেলা ১১টার দিকে দোকানগুলো খোলা হয়।

দোকানিরা জানান, শুক্রবার রাত আটটার দিকে এই মোড়ে তাইজুল হোসেন নামের এক ব্যবসায়ী নিজের দোকানে বসেছিলেন। তখন একই এলাকার ছোটন, রতন, জীবনসহ কয়েকজন এসে তিন হাজার টাকা চাঁদা দাবি করেন। তাইজুল চাঁদা দিতে না চাইলে শুরু হয় মারধর। ধারালো অস্ত্রের আঘাতে তাইজুলের মাথা ও হাতে জখম হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর ছেলে নাঈম ইসলাম ও আরেক দোকানি সাদ্দাম হোসেন।

মানববন্ধন চলাকালেই রাজপাড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না। পুলিশ দোকান খুলে দেওয়ার অনুরোধ জানায়। এরপর মানববন্ধন শেষে ব্যবসায়ীরা আলোচনা করেন। বেলা ১১টার দিকে তাঁরা দোকানপাট খোলেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা মামলা নেব। বাদীর জন্য অপেক্ষা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত