নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ এনেছেন দুই শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, অভিযুক্তরা কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন। সেই সঙ্গে অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করতে বাধ্য করা হয়েছে।
দুই ভুক্তভোগী জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদে ডেকে নিয়ে তাঁদের ওপর এসব মানসিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় মানসিক চাপ, লজ্জা ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে গতকাল রোববার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মুকমিনুল ইসলাম চৌধুরী, গোলাম রাব্বী, মাহাবুব হোসেন, মেহেদী হাসান মিঠু, শাহ পরান ও শাহাদাত হোসেন।
ভুক্তভোগীরা একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তাঁরা জানান, ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গে আরও ২০-২৫ শিক্ষার্থী ছিলেন। আর র্যাগিংয়ের শিকার হয়েছেন আরও কয়েকজন। অন্যরা ভয় ও শঙ্কার কারণে অভিযোগ জানাতে আসেননি। তবে এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য তাঁরাই সাহস করে অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষার্থী জুনিয়র কয়েকজনকে একাডেমিক ভবনের ছাদে ডেকে নেন। সেখানে প্রায় ৫০ শিক্ষার্থীর সামনে টানা পাঁচ ঘণ্টা মানসিক নির্যাতন চালানো হয়। ভুক্তভোগীদের দিয়ে কুরুচিপূর্ণ শব্দ বলানো এবং অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করানো হয়। এসব করতে অস্বীকৃতি জানালে মা-বাবাকে নিয়ে গালিগালাজ এবং ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে হেনস্তা করা হয়। যাতে কেউ প্রমাণ রাখতে না পারে সে জন্য মোবাইল ফোন জমা রাখতে বাধ্য করা হয়। পুরো ঘটনার কারণে তাঁরা মারাত্মক মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন।
জানতে চাইলে অভিযুক্ত গোলাম রাব্বী বলেন, ‘র্যাগিংয়ের মতো কিছু হয়নি। আমাদের বিভাগ একটি টুর্নামেন্টে জয়ী হওয়ায় জুনিয়রদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন ছিল। ব্যাচের অন্যদেরও জিজ্ঞেস করতে পারেন।’
আরেক অভিযুক্ত মাহাবুব হোসেন বলেন, ‘অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। শুধু একটি খাওয়ার আয়োজন হয়েছিল। আমাদের কাছে প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও আছে।’
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পরে (রোববার) সন্ধ্যায় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে ঘটনাটি সত্য মনে হয়েছে। আজ (সোমবার) অভিযুক্ত, ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ এনেছেন দুই শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, অভিযুক্তরা কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন। সেই সঙ্গে অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করতে বাধ্য করা হয়েছে।
দুই ভুক্তভোগী জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদে ডেকে নিয়ে তাঁদের ওপর এসব মানসিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় মানসিক চাপ, লজ্জা ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে গতকাল রোববার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মুকমিনুল ইসলাম চৌধুরী, গোলাম রাব্বী, মাহাবুব হোসেন, মেহেদী হাসান মিঠু, শাহ পরান ও শাহাদাত হোসেন।
ভুক্তভোগীরা একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তাঁরা জানান, ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গে আরও ২০-২৫ শিক্ষার্থী ছিলেন। আর র্যাগিংয়ের শিকার হয়েছেন আরও কয়েকজন। অন্যরা ভয় ও শঙ্কার কারণে অভিযোগ জানাতে আসেননি। তবে এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য তাঁরাই সাহস করে অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষার্থী জুনিয়র কয়েকজনকে একাডেমিক ভবনের ছাদে ডেকে নেন। সেখানে প্রায় ৫০ শিক্ষার্থীর সামনে টানা পাঁচ ঘণ্টা মানসিক নির্যাতন চালানো হয়। ভুক্তভোগীদের দিয়ে কুরুচিপূর্ণ শব্দ বলানো এবং অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করানো হয়। এসব করতে অস্বীকৃতি জানালে মা-বাবাকে নিয়ে গালিগালাজ এবং ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে হেনস্তা করা হয়। যাতে কেউ প্রমাণ রাখতে না পারে সে জন্য মোবাইল ফোন জমা রাখতে বাধ্য করা হয়। পুরো ঘটনার কারণে তাঁরা মারাত্মক মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন।
জানতে চাইলে অভিযুক্ত গোলাম রাব্বী বলেন, ‘র্যাগিংয়ের মতো কিছু হয়নি। আমাদের বিভাগ একটি টুর্নামেন্টে জয়ী হওয়ায় জুনিয়রদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন ছিল। ব্যাচের অন্যদেরও জিজ্ঞেস করতে পারেন।’
আরেক অভিযুক্ত মাহাবুব হোসেন বলেন, ‘অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। শুধু একটি খাওয়ার আয়োজন হয়েছিল। আমাদের কাছে প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও আছে।’
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পরে (রোববার) সন্ধ্যায় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে ঘটনাটি সত্য মনে হয়েছে। আজ (সোমবার) অভিযুক্ত, ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে