শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন রবিউল ইসলাম। কয়েক মাসে প্রায় আড়াই কোটি টাকা বাকিতে চাল নিয়ে দুই দিন ধরে তাঁর আর খোঁজ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী। প্রতিকার চেয়ে গতকাল রোববার রাতে তাঁরা রবিউলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। স্বজনেরাও রবিউলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা জানান, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় মারিয়া সুপার শপ নামের একটি প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম। তিনি এলাকার ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নেন। ‘গুড ফুড’ নামে মোড়কজাত করে সেগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। সপ্তাহ শেষে তিনি চাতাল ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন। কিন্তু গত দুই সপ্তাহ টাকা পরিশোধ না করায় তাঁর বকেয়া আড়াই কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যেই পাঁচ দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাতে পুঁজি হারানোর আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ক্ষুদ্র চাল ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, রবিউল ইসলাম তাঁর কাছ থেকে ৬ লাখ ৬৪ হাজার টাকার চাল বাকিতে নিয়েছেন। তাঁর মত এলাকার অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ীর কাছে তিনি বাকিতে নিয়েছেন অন্তত আড়াই কোটি টাকার চাল। গত বৃহস্পতিবার চালের বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তাঁর কোনো খোঁজ নেই। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। বাড়িতে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে টাকা উদ্ধারের জন্য তিনি গতকাল রোববার রাতে থানায় রবিউল ইসলামের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের মধ্যে আবুল হোসেন ও বাবলু শেখ বলেন, প্রতি সপ্তাহে রবিউল ইসলাম তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার চাল নিয়ে ঢাকায় বিক্রি করেন। এতদিন নিয়মিত টাকা পরিশোধ করতেন। কিন্তু দুই সপ্তাহ ধরে চালের বাকি টাকা পরিশোধ না করে রবিউল ইসলাম ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তাতে তাঁদের মতো স্থানীয় অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী মূলধন হারানোর আশঙ্কায় আছেন।
এদিকে রবিউলের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁর ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বৃহস্পতিবার চালের বাকি টাকা আদায়ের জন্য ঢাকায় যায় রবিউল। গত শনিবার স্থানীয় এক চাল ব্যবসায়ীর সঙ্গে রবিউলের কথা হয়েছে। এরপর গত শনিবার রাত থেকে তার দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানা-পুলিশের শরণাপন্ন হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল রোববার রাতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন রবিউল ইসলাম। কয়েক মাসে প্রায় আড়াই কোটি টাকা বাকিতে চাল নিয়ে দুই দিন ধরে তাঁর আর খোঁজ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী। প্রতিকার চেয়ে গতকাল রোববার রাতে তাঁরা রবিউলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। স্বজনেরাও রবিউলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা জানান, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় মারিয়া সুপার শপ নামের একটি প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম। তিনি এলাকার ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নেন। ‘গুড ফুড’ নামে মোড়কজাত করে সেগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। সপ্তাহ শেষে তিনি চাতাল ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন। কিন্তু গত দুই সপ্তাহ টাকা পরিশোধ না করায় তাঁর বকেয়া আড়াই কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যেই পাঁচ দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাতে পুঁজি হারানোর আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ক্ষুদ্র চাল ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, রবিউল ইসলাম তাঁর কাছ থেকে ৬ লাখ ৬৪ হাজার টাকার চাল বাকিতে নিয়েছেন। তাঁর মত এলাকার অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ীর কাছে তিনি বাকিতে নিয়েছেন অন্তত আড়াই কোটি টাকার চাল। গত বৃহস্পতিবার চালের বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তাঁর কোনো খোঁজ নেই। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। বাড়িতে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে টাকা উদ্ধারের জন্য তিনি গতকাল রোববার রাতে থানায় রবিউল ইসলামের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের মধ্যে আবুল হোসেন ও বাবলু শেখ বলেন, প্রতি সপ্তাহে রবিউল ইসলাম তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার চাল নিয়ে ঢাকায় বিক্রি করেন। এতদিন নিয়মিত টাকা পরিশোধ করতেন। কিন্তু দুই সপ্তাহ ধরে চালের বাকি টাকা পরিশোধ না করে রবিউল ইসলাম ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তাতে তাঁদের মতো স্থানীয় অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী মূলধন হারানোর আশঙ্কায় আছেন।
এদিকে রবিউলের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁর ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বৃহস্পতিবার চালের বাকি টাকা আদায়ের জন্য ঢাকায় যায় রবিউল। গত শনিবার স্থানীয় এক চাল ব্যবসায়ীর সঙ্গে রবিউলের কথা হয়েছে। এরপর গত শনিবার রাত থেকে তার দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানা-পুলিশের শরণাপন্ন হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল রোববার রাতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫