Ajker Patrika

ক্যানসারে আক্রান্ত রাবি শিক্ষকের মৃত্যু

রাবি প্রতিনিধি
ক্যানসারে আক্রান্ত রাবি শিক্ষকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন মারা গেছেন। আজ সোমবার ভোর পৌনে ছয়টায় মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি একটি কন্যা সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে. এম. রবিউল করিম। তবে তাঁর মরদেহ কখন দেশে আনা হবে বা কোথায় জানাজা হবে এ বিষয়ে কিছু জানা যায়নি। 

অধ্যাপক ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলাম। 

অধ্যাপক ফারুক হোসাইন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ১৯৯৩ সালে অনার্স ও ১৯৯৪ সালে মাস্টার্স পাশ করেন। এরপর ২০০২ সালে রাবির সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত