রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, একজন গবেষক ও ২২৬ জন কৃতী শিক্ষার্থী মোট ২৩৪ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
২০১৫ থেকে ২০২০ সালের বিভিন্ন বর্ষের পরীক্ষায় ৩.৭৫ বা তদূর্ধ্ব ফল অর্জনকারী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অবদানের জন্য ২০২২ সালে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাইরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উৎপলানন্দ চৌধুরী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ খালেদ মোস্তাক।
২০২৩ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মণ্ডল এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ূন কবীর রুবেল। পিএইচডি গবেষক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মো. জহিরুল ইসলামও অ্যাওয়ার্ড পেয়েছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৮ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৪ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ছয়জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২০ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১১ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৪২ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৯ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৯ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১৮ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৩৫ জন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের চারজন।
অনুষ্ঠানে সম্প্রতি অবসরপ্রাপ্ত ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাহিদুর রহমান, অধ্যাপক সি এম মোস্তফা এবং অধ্যাপক দিল আফরোজ বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক। এ ছাড়া প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, একজন গবেষক ও ২২৬ জন কৃতী শিক্ষার্থী মোট ২৩৪ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
২০১৫ থেকে ২০২০ সালের বিভিন্ন বর্ষের পরীক্ষায় ৩.৭৫ বা তদূর্ধ্ব ফল অর্জনকারী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অবদানের জন্য ২০২২ সালে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাইরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উৎপলানন্দ চৌধুরী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ খালেদ মোস্তাক।
২০২৩ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মণ্ডল এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ূন কবীর রুবেল। পিএইচডি গবেষক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মো. জহিরুল ইসলামও অ্যাওয়ার্ড পেয়েছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৮ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৪ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ছয়জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২০ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১১ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৪২ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৯ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৯ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১৮ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৩৫ জন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের চারজন।
অনুষ্ঠানে সম্প্রতি অবসরপ্রাপ্ত ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাহিদুর রহমান, অধ্যাপক সি এম মোস্তফা এবং অধ্যাপক দিল আফরোজ বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক। এ ছাড়া প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫