নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কোটা সংস্কারের জন্য ডাকা দেশব্যাপী শাটডাউনের কোনো প্রভাব দেখা যায়নি বিভাগীয় শহর রাজশাহীতে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শহর ঘুরে কোথাও শাটডাউনের সমর্থনে কোনো কর্মসূচি পালন করতেও দেখা যায়নি। শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালতেও স্বাভাবিক কাজ-কর্ম চলছে।
কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা মাঠে ছিলেন। তবে বৃহস্পতিবার এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করার প্রতিবাদে আগের দিন বুধবার রাবি শিক্ষার্থীরা প্রশাসন ভবনে উপাচার্য গোলাম সাব্বির সাত্তারকে দুপুরে অবরুদ্ধ করেন। সন্ধ্যায় র্যাব, পুলিশ ও বিজিবি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেন। এরপর উপাচার্যকে মুক্ত করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
রাবির একাধিক শিক্ষার্থী জানান, সন্ধ্যার ওই অভিযানের পর শিক্ষার্থীদের অনেকেই বাসায় চলে গেছেন। হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, কোথাও শিক্ষার্থীদের জটলা নেই। ক্যাম্পাস অনেকটাই নীরব। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অল্প কিছু পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। ক্যাম্পাসের ভেতরে কোনো পুলিশ নেই। পেছন দিকে চারুকলা বিভাগের পাশে কয়েকজন পুলিশ সদস্য বসে ছিলেন। রাজশাহী কলেজের সামনের দুই ফটকই তালাবদ্ধ দেখা গেছে। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়েনি।
শাটডাউন ডাকা হলেও সকাল থেকে রাজশাহীর বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, শাটডাউনের ব্যাপারে আমরা কিছু জানি না। বাস স্বাভাবিকভাবেই চলছে। কোথাও কেউ বাধাও দেয়নি।
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকেও নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে গেছে। স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, আন্দোলন যখন জোরদার ছিল, তখন রেললাইন অবরোধের কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছিল। এখন স্বাভাবিক রয়েছে। শাটডাউন ডাকা হলেও ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।
রাজশাহী মহানগরীতে রিকশা, অটোরিকশা এবং অন্যান্য যানবাহনও স্বাভাবিক চলাচল করতে দেখা গেছে। অন্যান্য দিনের মতো শহরের কিছু কিছু এলাকায় যানজটও দেখা গেছে। দোকানপাট, বিপণিবিতান খোলা রয়েছে। জনজীবনে শাটডাউনের কোনো প্রভাব দেখা যায়নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা শাটডাউনের কোনো প্রভাব দেখিনি। তার পরও আমরা সতর্ক আছি। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। কাউকেই সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না।’
কোটা সংস্কারের জন্য ডাকা দেশব্যাপী শাটডাউনের কোনো প্রভাব দেখা যায়নি বিভাগীয় শহর রাজশাহীতে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শহর ঘুরে কোথাও শাটডাউনের সমর্থনে কোনো কর্মসূচি পালন করতেও দেখা যায়নি। শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালতেও স্বাভাবিক কাজ-কর্ম চলছে।
কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা মাঠে ছিলেন। তবে বৃহস্পতিবার এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করার প্রতিবাদে আগের দিন বুধবার রাবি শিক্ষার্থীরা প্রশাসন ভবনে উপাচার্য গোলাম সাব্বির সাত্তারকে দুপুরে অবরুদ্ধ করেন। সন্ধ্যায় র্যাব, পুলিশ ও বিজিবি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেন। এরপর উপাচার্যকে মুক্ত করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
রাবির একাধিক শিক্ষার্থী জানান, সন্ধ্যার ওই অভিযানের পর শিক্ষার্থীদের অনেকেই বাসায় চলে গেছেন। হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, কোথাও শিক্ষার্থীদের জটলা নেই। ক্যাম্পাস অনেকটাই নীরব। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অল্প কিছু পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। ক্যাম্পাসের ভেতরে কোনো পুলিশ নেই। পেছন দিকে চারুকলা বিভাগের পাশে কয়েকজন পুলিশ সদস্য বসে ছিলেন। রাজশাহী কলেজের সামনের দুই ফটকই তালাবদ্ধ দেখা গেছে। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়েনি।
শাটডাউন ডাকা হলেও সকাল থেকে রাজশাহীর বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, শাটডাউনের ব্যাপারে আমরা কিছু জানি না। বাস স্বাভাবিকভাবেই চলছে। কোথাও কেউ বাধাও দেয়নি।
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকেও নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে গেছে। স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, আন্দোলন যখন জোরদার ছিল, তখন রেললাইন অবরোধের কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছিল। এখন স্বাভাবিক রয়েছে। শাটডাউন ডাকা হলেও ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।
রাজশাহী মহানগরীতে রিকশা, অটোরিকশা এবং অন্যান্য যানবাহনও স্বাভাবিক চলাচল করতে দেখা গেছে। অন্যান্য দিনের মতো শহরের কিছু কিছু এলাকায় যানজটও দেখা গেছে। দোকানপাট, বিপণিবিতান খোলা রয়েছে। জনজীবনে শাটডাউনের কোনো প্রভাব দেখা যায়নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা শাটডাউনের কোনো প্রভাব দেখিনি। তার পরও আমরা সতর্ক আছি। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। কাউকেই সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫