নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের ১৩ জনের সমাজসেবা কার্যালয়ের ভাতার টাকা তুলে নিয়েছে এক প্রতারক চক্র। মোবাইল ব্যাংকিং থেকে টাকা তুলে নেয় ওই চক্র। এ বিষয়ে গত রোববার নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, তৃতীয় লিঙ্গের সদস্যদের মোবাইল ব্যাংকিং ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে রাজশাহী সমাজসেবা কার্যালয় থেকে সরকারি ভাতা দেওয়া হয়। তিন মাস পরপর ১ হাজার ৮০০ করে এই ভাতার টাকা আসে। গত শনিবার প্রতারক চক্রের এক সদস্য ঢাকা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে কল দেয়। বিভিন্ন সময়ে ০১৬১৮০৫৫৮৯১, ০১৬১৪৪৭৩৪৫৫ ও ০১৮১৫৪০৫৫৫৬ নম্বর থেকে ফোন করা হয়।
তৃতীয় লিঙ্গের সদস্যদের ওই প্রতারক ফোন করে নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা দেওয়ার কথা বলেন। এমনকি মোবাইল ফোনে একটি ওটিপি নম্বর পাঠান। এরপর তাঁদের নগদ অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। এভাবে ১৩ জনের কাছ থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।
রাজশাহীর আত্মোন্নয়নমূলক সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহনা মঈন বলেন, ‘আমাদের ৬১ জন সদস্য সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসে ৬০০ টাকা করে ভাতা পান। প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৮০০ টাকা ভাতা দেওয়া হয়। এবার নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানোর পর এসএমএস না আসায় আমরা বুঝতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘প্রতারকচক্র ফোন করে নগদে ভাতা পাঠানোর কথা বলে ওটিপি জানতে চায়। তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় অনেক হিজড়া সদস্যই সেই ওটিপি দিয়ে দিয়েছেন। ওটিপি বলার পর অ্যাকাউন্টে থাকা টাকা উধাও হয়ে গেছে।’
মোহনা মঈন জানান, এভাবে ১৩ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অন্য সদস্যদের দ্রুত সতর্ক না করলে আরও অনেকেই প্রতারিত হতেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তাঁরা এটি তদন্ত করে দেখবেন বলেও জানান এই কর্মকর্তা।
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের ১৩ জনের সমাজসেবা কার্যালয়ের ভাতার টাকা তুলে নিয়েছে এক প্রতারক চক্র। মোবাইল ব্যাংকিং থেকে টাকা তুলে নেয় ওই চক্র। এ বিষয়ে গত রোববার নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, তৃতীয় লিঙ্গের সদস্যদের মোবাইল ব্যাংকিং ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে রাজশাহী সমাজসেবা কার্যালয় থেকে সরকারি ভাতা দেওয়া হয়। তিন মাস পরপর ১ হাজার ৮০০ করে এই ভাতার টাকা আসে। গত শনিবার প্রতারক চক্রের এক সদস্য ঢাকা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে কল দেয়। বিভিন্ন সময়ে ০১৬১৮০৫৫৮৯১, ০১৬১৪৪৭৩৪৫৫ ও ০১৮১৫৪০৫৫৫৬ নম্বর থেকে ফোন করা হয়।
তৃতীয় লিঙ্গের সদস্যদের ওই প্রতারক ফোন করে নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা দেওয়ার কথা বলেন। এমনকি মোবাইল ফোনে একটি ওটিপি নম্বর পাঠান। এরপর তাঁদের নগদ অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। এভাবে ১৩ জনের কাছ থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।
রাজশাহীর আত্মোন্নয়নমূলক সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহনা মঈন বলেন, ‘আমাদের ৬১ জন সদস্য সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসে ৬০০ টাকা করে ভাতা পান। প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৮০০ টাকা ভাতা দেওয়া হয়। এবার নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানোর পর এসএমএস না আসায় আমরা বুঝতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘প্রতারকচক্র ফোন করে নগদে ভাতা পাঠানোর কথা বলে ওটিপি জানতে চায়। তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় অনেক হিজড়া সদস্যই সেই ওটিপি দিয়ে দিয়েছেন। ওটিপি বলার পর অ্যাকাউন্টে থাকা টাকা উধাও হয়ে গেছে।’
মোহনা মঈন জানান, এভাবে ১৩ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অন্য সদস্যদের দ্রুত সতর্ক না করলে আরও অনেকেই প্রতারিত হতেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তাঁরা এটি তদন্ত করে দেখবেন বলেও জানান এই কর্মকর্তা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে