চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আফ্রিকার দেশ আলজেরিয়ায় আম চাষে আগ্রহী বাংলাদেশি কৃষকদের ভাড়া ছাড়াই সেখানে নিয়ে যেতে চায় দেশটির সরকার। জমি, বিদ্যুৎ, গ্যাস ও পানির সুবিধাও দেওয়া হবে বিনা খরচে। আম উৎপাদন ছাড়াও প্রক্রিয়াজাত পণ্য এবং আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে দেশটি।
শুক্রবার (২৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে ‘আলজেরিয়ার সঙ্গে কৃষি বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণবিষয়ক সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী।
আয়োজনে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জের আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও রপ্তানিকারকেরা। সম্মেলনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরাম।
রাষ্ট্রদূত সাইদানী বলেন, ‘আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ। পর্যটনের পাশাপাশি কৃষি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। আমরা বাংলাদেশ থেকে কৃষক, গবেষক ও উদ্যোক্তাদের নিয়ে গিয়ে আম চাষের উপযোগিতা ও জমির গুণাগুণ যাচাই করতে চাই।’
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যাত্রীবাহী বিমান ও কার্গো ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে। চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার আগ্রহের কথাও জানান তিনি।
রাষ্ট্রদূত এ সময় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আমবাগান, বাজার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি নুরুল মোস্তফা, সাধারণ সম্পাদক আলী হায়দার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমুখ।
উল্লেখ্য, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।
আফ্রিকার দেশ আলজেরিয়ায় আম চাষে আগ্রহী বাংলাদেশি কৃষকদের ভাড়া ছাড়াই সেখানে নিয়ে যেতে চায় দেশটির সরকার। জমি, বিদ্যুৎ, গ্যাস ও পানির সুবিধাও দেওয়া হবে বিনা খরচে। আম উৎপাদন ছাড়াও প্রক্রিয়াজাত পণ্য এবং আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে দেশটি।
শুক্রবার (২৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে ‘আলজেরিয়ার সঙ্গে কৃষি বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণবিষয়ক সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী।
আয়োজনে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জের আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও রপ্তানিকারকেরা। সম্মেলনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরাম।
রাষ্ট্রদূত সাইদানী বলেন, ‘আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ। পর্যটনের পাশাপাশি কৃষি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। আমরা বাংলাদেশ থেকে কৃষক, গবেষক ও উদ্যোক্তাদের নিয়ে গিয়ে আম চাষের উপযোগিতা ও জমির গুণাগুণ যাচাই করতে চাই।’
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যাত্রীবাহী বিমান ও কার্গো ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে। চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার আগ্রহের কথাও জানান তিনি।
রাষ্ট্রদূত এ সময় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আমবাগান, বাজার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি নুরুল মোস্তফা, সাধারণ সম্পাদক আলী হায়দার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমুখ।
উল্লেখ্য, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে