Ajker Patrika

বিয়ের পিঁড়িতে বসা হলো না রিয়াদের

প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)
বিয়ের পিঁড়িতে বসা হলো না রিয়াদের

মাসখানেকের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী কনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আরিফুল ইসলাম রিয়াদের (৩৯)। সে জন্য প্রস্তুতিও চলছিল। কিন্তু মহামারি করোনার ছোবলে বিয়ের পিঁড়িতে বসা হলো না তাঁর। ১০ দিন করোনার সঙ্গে লড়াই করে আজ চলে গেলেন না ফেরার দেশে। 

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের বাসিন্দা আরিফুল ইসলাম রিয়াদ। তিনি মনোহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রিয়াদের করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৮ জুলাই) সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত তিন দিন ধরে রিয়াদের অবস্থা আরও অবনতি ঘটে। তখন হাসপাতালের করোনা ইউনিটের লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ শুক্রবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। পরে দুপুর আড়াইটার দিকে স্বেচ্ছাসেবী কোভিড ১৯ টিম তাঁর লাশ দাফন সম্পন্ন করেন। 

কোভিড ১৯ টিমের সমন্বয়ক ইকবাল হোসেন সুমন ও রিয়াদের স্বজনদের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী এক কনের সঙ্গে রিয়াদের বিয়ে ঠিক হয়। মাস খানিক মধ্যে কনে দেশে আসার পর বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। 

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আকতার রিয়াদের করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত