নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিগত সাত বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবার সর্বোচ্চ। আজ সোমবার দুপুরে ফল প্রকাশিত হওয়ার পর এমনটিই দেখা গেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এর আগে ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ ছিল। ফলাফল অনুযায়ী সাত বছরের মধ্যে এবারই বোর্ডের পাসের হার সর্বনিম্ন।
এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে রাজশাহীতে পাসের হার ৮৪ দশমিক ৪৫ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৮৫ দশমিক ০৭ শতাংশ, নাটোরে ৮২ দশমিক ৪৮ শতাংশ, নওগাঁয় ৮৬ দশমিক ৭৮ শতাংশ, পাবনায় ৮৪ দশমিক ৫৬ শতাংশ, সিরাজগঞ্জে ৮৬ দশমিক ৬৯ শতাংশ, বগুড়ায় ৮৮ দশমিক ৩৪ শতাংশ এবং জয়পুরহাটে ৮৮ দশমিক ০৫ শতাংশ।
অপরদিকে, রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ২৩ হাজার ৩৭৫ জন ছাত্রী এবং ১৯ হাজার ১৪২ জন ছাত্র রয়েছেন। গত বছর ২৭ হাজার ৭০৯ জন, ২০২০ সালে ২৬ হাজার ১৬৭ জন, ২০১৯ সালে ১৯ হাজার ৪৯৮ জন, ২০১৮ সালে ১৭ হাজার ৩৪৯ জন এবং ২০১৬ সালে ১৭ হাজার ৫৯৪ জন জিপিএ-৫ পেয়েছেন।
জানা গেছে, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন পরীক্ষা দিয়েছেন এবং পাস করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। বিভাগের মোট ২ হাজার ৬৭৮টি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। ওই সব স্কুলের মধ্যে ১৪৭টির শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। তবে, দুটি স্কুলের কেউ পাস করেননি। অপরদিকে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, পাসের হার এবার অন্য বছরের তুলনায় কম। কেন পাসের হার কমেছে, তা খতিয়ে দেখা হবে। যে দুটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিগত সাত বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবার সর্বোচ্চ। আজ সোমবার দুপুরে ফল প্রকাশিত হওয়ার পর এমনটিই দেখা গেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এর আগে ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ ছিল। ফলাফল অনুযায়ী সাত বছরের মধ্যে এবারই বোর্ডের পাসের হার সর্বনিম্ন।
এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে রাজশাহীতে পাসের হার ৮৪ দশমিক ৪৫ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৮৫ দশমিক ০৭ শতাংশ, নাটোরে ৮২ দশমিক ৪৮ শতাংশ, নওগাঁয় ৮৬ দশমিক ৭৮ শতাংশ, পাবনায় ৮৪ দশমিক ৫৬ শতাংশ, সিরাজগঞ্জে ৮৬ দশমিক ৬৯ শতাংশ, বগুড়ায় ৮৮ দশমিক ৩৪ শতাংশ এবং জয়পুরহাটে ৮৮ দশমিক ০৫ শতাংশ।
অপরদিকে, রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ২৩ হাজার ৩৭৫ জন ছাত্রী এবং ১৯ হাজার ১৪২ জন ছাত্র রয়েছেন। গত বছর ২৭ হাজার ৭০৯ জন, ২০২০ সালে ২৬ হাজার ১৬৭ জন, ২০১৯ সালে ১৯ হাজার ৪৯৮ জন, ২০১৮ সালে ১৭ হাজার ৩৪৯ জন এবং ২০১৬ সালে ১৭ হাজার ৫৯৪ জন জিপিএ-৫ পেয়েছেন।
জানা গেছে, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন পরীক্ষা দিয়েছেন এবং পাস করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। বিভাগের মোট ২ হাজার ৬৭৮টি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। ওই সব স্কুলের মধ্যে ১৪৭টির শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। তবে, দুটি স্কুলের কেউ পাস করেননি। অপরদিকে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, পাসের হার এবার অন্য বছরের তুলনায় কম। কেন পাসের হার কমেছে, তা খতিয়ে দেখা হবে। যে দুটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে