Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে রাজশাহীতে রেশমশ্রমিকদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৪৩
বকেয়া বেতনের দাবিতে রাজশাহীতে রেশমশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন রেশম কারখানার শ্রমিকেরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রেশম কারখানার সামনে তাঁরা বিক্ষোভ করেন।

এ সময় শ্রমিকেরা জানান, রাজশাহী রেশম কারখানায় অর্ধশত শ্রমিক দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাঁরা দৈনিক ৩০০ টাকা বেতন পেলেও ছয় মাস ধরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। অর্থসংকটে মানবেতর জীবন যাপন করছেন।

রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক কাজী মাসুম রেজা আজকের পত্রিকাকে বলেন, দু-এক মাসের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত