Ajker Patrika

রাজশাহীতে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে সমাবেশ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর গণকপাড়া মোড়ে ১২ দফা দাবি দিবস উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। এতে বক্তব্য দেন ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।

আরও উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক মুকুল আলী স্যানিটারি শ্রমিক ইউনিয়নের নেতা সাইদুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা ১২ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো, রাজধানী ঢাকাসহ শহরের সব থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনি স্থাপন, সুলভ মূল্যে লিজ প্রদান, কলোনিতে স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রম ছাউনি নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরি নিশ্চিতকরণ, ন্যূনতম মজুরি সন্তোষজনকভাবে বৃদ্ধি, সার্ভিস চার্জ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রেরণ, রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কিম চালু এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যবস্থা করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত