নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
চালকের হেলমেট না থাকলে কোনো বাইকে তেল দেওয়া হবে না, পাঁচ বছর পর আবারও এমন কর্মসূচিতে জোর দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সম্প্রতি এখানে যোগ দিয়ে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি শুরু করেছেন। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এই স্লোগানে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে পুলিশ এ উদ্যোগ নিয়েছে। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরেও আরএমপির পক্ষ থেকে এ ধরনের নিয়ম চালু করা হয়েছিল। তখনো পাম্পগুলোয় এ নিয়ে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। প্রথমদিকে বিষয়টি মানা হলেও পরে আর তা কেউই মানছিলেন না। চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে কিছু হেলমেটও বিনা মূল্যে বিতরণ করে পুলিশ। এখন আবারও ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিয়ম চালু করা হলো।
এ কর্মসূচির অংশ হিসাবে গত বুধবার আরএমপির এলাকায় থাকা ২৩টি পেট্রল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপির পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্যও বলা হয়েছে। সব ফুয়েল পাম্প মালিক আরএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নগরীর বিভিন্ন স্থানে সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন, অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরেও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে আরএমপি কমিশনার সবার সম্মিলিত সহযোগিতার আশা করে বলেন, ‘না হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহী ওঠা এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেছে। এ অভিযানে বুধবারই ৩৭টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ৪৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চালকের হেলমেট না থাকলে কোনো বাইকে তেল দেওয়া হবে না, পাঁচ বছর পর আবারও এমন কর্মসূচিতে জোর দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সম্প্রতি এখানে যোগ দিয়ে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি শুরু করেছেন। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এই স্লোগানে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে পুলিশ এ উদ্যোগ নিয়েছে। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরেও আরএমপির পক্ষ থেকে এ ধরনের নিয়ম চালু করা হয়েছিল। তখনো পাম্পগুলোয় এ নিয়ে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। প্রথমদিকে বিষয়টি মানা হলেও পরে আর তা কেউই মানছিলেন না। চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে কিছু হেলমেটও বিনা মূল্যে বিতরণ করে পুলিশ। এখন আবারও ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিয়ম চালু করা হলো।
এ কর্মসূচির অংশ হিসাবে গত বুধবার আরএমপির এলাকায় থাকা ২৩টি পেট্রল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপির পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্যও বলা হয়েছে। সব ফুয়েল পাম্প মালিক আরএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নগরীর বিভিন্ন স্থানে সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন, অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরেও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে আরএমপি কমিশনার সবার সম্মিলিত সহযোগিতার আশা করে বলেন, ‘না হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহী ওঠা এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেছে। এ অভিযানে বুধবারই ৩৭টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ৪৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে