Ajker Patrika

বগুড়ায় স্কুলবাসের চাপায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১১: ২৬
বগুড়ায় স্কুলবাসের চাপায় ভ্যানচালক নিহত

বগুড়া শহরে স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের জয়পুরপাড়া এলাকার বনানী-মাটিডালি সড়কে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকায়।

শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, আজ সকালে ভ্যানে আলু নিয়ে জয়পুরপাড়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় সাতমাথা থেকে মাটিডালিগামী বিএফ শাহীন স্কুল ও কলেজের বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা নিরাপদে বাস থেকে নেমে যায়। চালক ও হেলপার পালিয়ে গেলে পুলিশ বাসটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত