রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্কৃত বিভাগের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাঁকে মারধর করা হয়। মারধরের পর ভুক্তভোগীর সঙ্গে থাকা তাঁর ব্যবসায়িক কাজের প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ আছে। এ ঘটনায় ভুক্তভোগী হল প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী কর্মচারীর নাম রফিকুল ইসলাম। অন্যদিকে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হলেন শহীদ শামসুজ্জোহা হলের সাধারণ সম্পাদক ও সংস্কৃত বিভাগের ছাত্র মোমিন ইসলাম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সহসভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাজহারুল ইসলাম।
লিখিত অভিযোগে ভুক্তভোগী বলেন, ‘আজ দুপুরে অসুস্থতার কথা বলে সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর কক্ষে ডাকেন মোমিন। তারপর সেখানে উপস্থিত হলে তাঁরা দুজন কক্ষের জানালা-দরজা বন্ধ করে মারধর করেন। একপর্যায়ে সঙ্গে থাকা ৩০ হাজার টাকাও নিয়ে নেন তাঁরা।’
তিনি আরও বলেন, ‘অচেতন হওয়ার পর আমার মাথায় পানি ঢেলে অর্ধচেতন অবস্থায় হলের সামনে রেখে যায়। পরে সাধারণ শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করেন।’
অভিযোগের বিষয়ে জানতে শহীদ সোহরাওয়ার্দী হলের সহসভাপতি মাজহারুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ শামসুজ্জোহা হল শাখার সাধারণ সম্পাদক মোমিন ইসলাম বলেন, ‘সংস্কৃত বিভাগের কর্মচারী রফিকুল আমার থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেটা চাওয়ার জন্য ডেকেছিলাম। টাকা না দিয়েও তিনি দিয়েছেন বলে দাবি করেন। এরপর তাঁকে হল থেকে ছেড়ে দিই। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
তিনি আরও বলেন, ‘তাঁর কাছ থেকে আমি টাকা পাই। সেটিই দিতে পারছে না। তাঁর কাছ থেকে কেন টাকা নিব আমি।’ অন্যদিকে বিভাগের ছাত্রের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানান ওই কর্মচারী।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিষয়টি একটু আগে জেনেছি। খোঁজখবর নিয়ে ছাত্রলীগের যে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’
এ ঘটনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজকে দুপুরে হলে নিয়ে এসে সংস্কৃত বিভাগের এক কর্মচারীকে মারধরের ঘটনা শুনেই হলে আসি। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। এ ঘটনায় আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। আজ সন্ধ্যায় প্রাধ্যক্ষ পরিষদের সভা ডাকা হয়েছে। এতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্কৃত বিভাগের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাঁকে মারধর করা হয়। মারধরের পর ভুক্তভোগীর সঙ্গে থাকা তাঁর ব্যবসায়িক কাজের প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ আছে। এ ঘটনায় ভুক্তভোগী হল প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী কর্মচারীর নাম রফিকুল ইসলাম। অন্যদিকে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হলেন শহীদ শামসুজ্জোহা হলের সাধারণ সম্পাদক ও সংস্কৃত বিভাগের ছাত্র মোমিন ইসলাম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সহসভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাজহারুল ইসলাম।
লিখিত অভিযোগে ভুক্তভোগী বলেন, ‘আজ দুপুরে অসুস্থতার কথা বলে সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর কক্ষে ডাকেন মোমিন। তারপর সেখানে উপস্থিত হলে তাঁরা দুজন কক্ষের জানালা-দরজা বন্ধ করে মারধর করেন। একপর্যায়ে সঙ্গে থাকা ৩০ হাজার টাকাও নিয়ে নেন তাঁরা।’
তিনি আরও বলেন, ‘অচেতন হওয়ার পর আমার মাথায় পানি ঢেলে অর্ধচেতন অবস্থায় হলের সামনে রেখে যায়। পরে সাধারণ শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করেন।’
অভিযোগের বিষয়ে জানতে শহীদ সোহরাওয়ার্দী হলের সহসভাপতি মাজহারুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ শামসুজ্জোহা হল শাখার সাধারণ সম্পাদক মোমিন ইসলাম বলেন, ‘সংস্কৃত বিভাগের কর্মচারী রফিকুল আমার থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেটা চাওয়ার জন্য ডেকেছিলাম। টাকা না দিয়েও তিনি দিয়েছেন বলে দাবি করেন। এরপর তাঁকে হল থেকে ছেড়ে দিই। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
তিনি আরও বলেন, ‘তাঁর কাছ থেকে আমি টাকা পাই। সেটিই দিতে পারছে না। তাঁর কাছ থেকে কেন টাকা নিব আমি।’ অন্যদিকে বিভাগের ছাত্রের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানান ওই কর্মচারী।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিষয়টি একটু আগে জেনেছি। খোঁজখবর নিয়ে ছাত্রলীগের যে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’
এ ঘটনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজকে দুপুরে হলে নিয়ে এসে সংস্কৃত বিভাগের এক কর্মচারীকে মারধরের ঘটনা শুনেই হলে আসি। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। এ ঘটনায় আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। আজ সন্ধ্যায় প্রাধ্যক্ষ পরিষদের সভা ডাকা হয়েছে। এতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫