Ajker Patrika

ওয়ার্কার্স পার্টির বাদশার আসনে নৌকার প্রার্থী, নেতা–কর্মীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০১: ৩৬
ওয়ার্কার্স পার্টির বাদশার আসনে নৌকার প্রার্থী, নেতা–কর্মীদের উচ্ছ্বাস

পর পর তিনবার নৌকা প্রতীকে নির্বাচন করে রাজশাহী-২ (সদর) আসনের এমপি হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এখানে নির্বাচন করেন। তবে বিভাগীয় শহরের এ আসনটিতে নিজ দল থেকেই কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার এখানে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে। নৌকা পেয়েছেন দলের রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলটির নেতা কর্মীরা। তারা দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিছিলও করেছেন। 

আজ রোববার বিকেলে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত হলে সন্ধ্যায় নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর সাহেববাজার ঘুরে এসে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। নেতা কর্মীরাও একে-অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

এ সময় মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহীন আক্তার রেনী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, নগর যুবলীগের নেতা তৌরিদ আল মাসুদ রনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত