প্রতিনিধি
চারঘাট (রাজশাহী): শিক্ষার্থীদের করোনা সংক্রমণ এড়াতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় ছুটির মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসতে পারে, না হয় আবারও সময় বাড়তে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু তাতে গুরুত্ব দিচ্ছেন না চারঘাটের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চারঘাটের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে রাখা হয়েছে ইট, পাথর, বালি ও বিটুমিন মিশ্রণের মেশিন। দূর থেকে মনে হবে না এখানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের চারণভূমি ওই মাঠজুড়ে পাথরের স্তূপ। যেন গড়ে তোলা হয়েছে পাথরের খনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাস্তা সংস্কারের পাথর, বালি ও খোয়াসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। এতে বিদ্যালয়ের পুরো মাঠটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারী কাউকে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, শুনেছেন মাঠ ঠিকাদারকে ভাড়া দেওয়া হয়েছে। প্রতিদিনই পাথর, বালি বোঝাই গাড়ি বিদ্যালয়ে আসছে। সেখানে বসানো মেশিনে বিটুমিন মিশ্রণ হয়ে রাস্তার কাজে নিয়ে যাওয়া হচ্ছে। বিদ্যালয় খুললে পাথর সরিয়ে নিলেও মাঠে দেবে যাওয়া ও বিচ্ছিন্নভাবে পড়ে থাকা পাথর দিয়ে শিক্ষার্থীরা আহত হতে পারে। তাঁরা দ্রুত পাথর সরিয়ে নেওয়ার দাবি জানান।
তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা খাতুন বলেন, 'ঠিকাদার আমাকে না জানিয়ে বিদ্যালয় মাঠে নির্মাণ সামগ্রী রাখেন। আমি জানতে পেরে নির্মাণ সামগ্রী নিয়ে যেতে বলেছি। তবুও তারা কথা শোনেনি। সরকারি রাস্তার কাজ চলছে, কাজ শেষ হলে মাঠ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকাদার।'
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডার্সের স্বত্বাধিকারী হাফিজুর রহমান লালন বলেন, 'বিদ্যালয় বন্ধ থাকায় ও জায়গা না পাওয়ার কারণে রাস্তা সংস্কার কাজের নির্মাণ সামগ্রী ওই বিদ্যালয় মাঠে রাখা হয়েছে। কার্পেটিংয়ের কাজ শেষ পর্যায়ে, সবকিছু সরিয়ে নেওয়া হবে।'
চারঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা ইয়াসমিন বলেন, ‘কোনো ক্রমেই ঠিকাদারের নির্মাণ সামগ্রী বিদ্যালয় মাঠে রাখার নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
চারঘাট (রাজশাহী): শিক্ষার্থীদের করোনা সংক্রমণ এড়াতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় ছুটির মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসতে পারে, না হয় আবারও সময় বাড়তে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু তাতে গুরুত্ব দিচ্ছেন না চারঘাটের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চারঘাটের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে রাখা হয়েছে ইট, পাথর, বালি ও বিটুমিন মিশ্রণের মেশিন। দূর থেকে মনে হবে না এখানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের চারণভূমি ওই মাঠজুড়ে পাথরের স্তূপ। যেন গড়ে তোলা হয়েছে পাথরের খনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাস্তা সংস্কারের পাথর, বালি ও খোয়াসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। এতে বিদ্যালয়ের পুরো মাঠটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারী কাউকে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, শুনেছেন মাঠ ঠিকাদারকে ভাড়া দেওয়া হয়েছে। প্রতিদিনই পাথর, বালি বোঝাই গাড়ি বিদ্যালয়ে আসছে। সেখানে বসানো মেশিনে বিটুমিন মিশ্রণ হয়ে রাস্তার কাজে নিয়ে যাওয়া হচ্ছে। বিদ্যালয় খুললে পাথর সরিয়ে নিলেও মাঠে দেবে যাওয়া ও বিচ্ছিন্নভাবে পড়ে থাকা পাথর দিয়ে শিক্ষার্থীরা আহত হতে পারে। তাঁরা দ্রুত পাথর সরিয়ে নেওয়ার দাবি জানান।
তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা খাতুন বলেন, 'ঠিকাদার আমাকে না জানিয়ে বিদ্যালয় মাঠে নির্মাণ সামগ্রী রাখেন। আমি জানতে পেরে নির্মাণ সামগ্রী নিয়ে যেতে বলেছি। তবুও তারা কথা শোনেনি। সরকারি রাস্তার কাজ চলছে, কাজ শেষ হলে মাঠ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকাদার।'
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডার্সের স্বত্বাধিকারী হাফিজুর রহমান লালন বলেন, 'বিদ্যালয় বন্ধ থাকায় ও জায়গা না পাওয়ার কারণে রাস্তা সংস্কার কাজের নির্মাণ সামগ্রী ওই বিদ্যালয় মাঠে রাখা হয়েছে। কার্পেটিংয়ের কাজ শেষ পর্যায়ে, সবকিছু সরিয়ে নেওয়া হবে।'
চারঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা ইয়াসমিন বলেন, ‘কোনো ক্রমেই ঠিকাদারের নির্মাণ সামগ্রী বিদ্যালয় মাঠে রাখার নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫