নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উত্তরাঞ্চলের বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ আজ শনিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করে।
কর্মসূচি থেকে রাজশাহী থেকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ছেলে ইউনিট) নাটোরে দুস্থ ও ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করার সিদ্ধান্ত থেকে সরে আসারও দাবি জানানো হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহীতে নতুন শিশু হাসপাতাল উদ্বোধন করা হয়েছে ১০ মাস আগে। ভবন পড়ে থেকে পুরোনো হয়ে যাচ্ছে। অথচ এখনো এ হাসপাতালটি চালু করা হয়নি। এটি স্বাস্থ্য বিভাগের চরম গাফিলতি। পূর্ণাঙ্গ এই শিশু হাসপাতাল চালু না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। এই শীতে শিশু রোগী বেড়ে যাওয়ায় সেখানে বেহাল অবস্থা।
বক্তারা আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসনসংখ্যা বৃদ্ধি করে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে। চিকিৎসক ও জনবল সংকট অবিলম্বে নিরসন করতে হবে। রাজশাহী অঞ্চলে পানির সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প চালুর দাবিও জানানো হয়। এ ছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণসহ অবিলম্বে অবকাঠামো নির্মাণ শুরুর দাবি জানানো হয়। রাজশাহী ডেন্টাল ইউনিট পূর্ণাঙ্গ ডেন্টাল হাসপাতালে রূপান্তরেরও দাবি জানানো হয়েছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন। মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন–সাধারণ সম্পাদক মো. জামাত খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতা আফজাল হোসেন, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী নগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবু প্রমুখ।
রাজশাহী শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উত্তরাঞ্চলের বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ আজ শনিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করে।
কর্মসূচি থেকে রাজশাহী থেকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ছেলে ইউনিট) নাটোরে দুস্থ ও ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করার সিদ্ধান্ত থেকে সরে আসারও দাবি জানানো হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহীতে নতুন শিশু হাসপাতাল উদ্বোধন করা হয়েছে ১০ মাস আগে। ভবন পড়ে থেকে পুরোনো হয়ে যাচ্ছে। অথচ এখনো এ হাসপাতালটি চালু করা হয়নি। এটি স্বাস্থ্য বিভাগের চরম গাফিলতি। পূর্ণাঙ্গ এই শিশু হাসপাতাল চালু না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। এই শীতে শিশু রোগী বেড়ে যাওয়ায় সেখানে বেহাল অবস্থা।
বক্তারা আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসনসংখ্যা বৃদ্ধি করে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে। চিকিৎসক ও জনবল সংকট অবিলম্বে নিরসন করতে হবে। রাজশাহী অঞ্চলে পানির সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প চালুর দাবিও জানানো হয়। এ ছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণসহ অবিলম্বে অবকাঠামো নির্মাণ শুরুর দাবি জানানো হয়। রাজশাহী ডেন্টাল ইউনিট পূর্ণাঙ্গ ডেন্টাল হাসপাতালে রূপান্তরেরও দাবি জানানো হয়েছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন। মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন–সাধারণ সম্পাদক মো. জামাত খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতা আফজাল হোসেন, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী নগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবু প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫