রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বরাবরের মতো এবারও কোটাপদ্ধতি বহাল রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে বিষয়টি জানার পর পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অনশনে বসেছেন ৯ জন শিক্ষার্থী।
তাঁরা বলছেন, যে কোটার জন্য ছাত্র-জনতা জীবন দিলেন, একটি স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হলো, তারপরও কীভাবে ভর্তি পরীক্ষায় কোটাপদ্ধতি রাখা হয়?
বিশ্ববিদালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা রাখা হয়েছে। পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের কোটা বাতিল করা হয়েছে।
সমন্বয়ক আম্মার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি করেছিলাম, পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ ১ শতাংশ কোটা রাখা যেতে পারে। তবে প্রশাসন এই অযৌক্তিক কোটাপদ্ধতি বহাল রেখেছে। আমরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এই সময়ের মধ্যে কোটা বাতিল না হলে আমরণ অনশন এবং বড় ধরনের আন্দোলনের ডাক দেব।’
এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অনশনে বসেছেন কয়েকজন শিক্ষার্থী। তাঁদের অন্যতম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক মারুফ হাসান বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে। সেখানে যদি কোটাই থেকে যায়, তাহলে আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করলাম।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘পোষ্য কোটা থাকুক, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনও চায় না। এটি বাদ দিতে আমরা চেষ্টাও করেছি। তবে এককভাবে এই বিষয়টি করা সম্ভব না। একাডেমিক কমিটির সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো হয়ে থাকে। সেখানে সংখ্যাগরিষ্ঠের বিরোধিতার কারণেই আমরা এটি বাদ দিতে পারিনি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বরাবরের মতো এবারও কোটাপদ্ধতি বহাল রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে বিষয়টি জানার পর পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অনশনে বসেছেন ৯ জন শিক্ষার্থী।
তাঁরা বলছেন, যে কোটার জন্য ছাত্র-জনতা জীবন দিলেন, একটি স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হলো, তারপরও কীভাবে ভর্তি পরীক্ষায় কোটাপদ্ধতি রাখা হয়?
বিশ্ববিদালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা রাখা হয়েছে। পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের কোটা বাতিল করা হয়েছে।
সমন্বয়ক আম্মার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি করেছিলাম, পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ ১ শতাংশ কোটা রাখা যেতে পারে। তবে প্রশাসন এই অযৌক্তিক কোটাপদ্ধতি বহাল রেখেছে। আমরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এই সময়ের মধ্যে কোটা বাতিল না হলে আমরণ অনশন এবং বড় ধরনের আন্দোলনের ডাক দেব।’
এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অনশনে বসেছেন কয়েকজন শিক্ষার্থী। তাঁদের অন্যতম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক মারুফ হাসান বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে। সেখানে যদি কোটাই থেকে যায়, তাহলে আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করলাম।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘পোষ্য কোটা থাকুক, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনও চায় না। এটি বাদ দিতে আমরা চেষ্টাও করেছি। তবে এককভাবে এই বিষয়টি করা সম্ভব না। একাডেমিক কমিটির সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো হয়ে থাকে। সেখানে সংখ্যাগরিষ্ঠের বিরোধিতার কারণেই আমরা এটি বাদ দিতে পারিনি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে