মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের ধ্যানখোলা বিওপিতে সীমান্তরক্ষায় দায়িত্বে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রইশুদ্দীন (২৫)। গতকাল সোমবার ভোরে বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা যান তিনি। তবে স্বজনেরা বিষয়টি জানতে পারেন গতকাল রাতে।
আজ মঙ্গলবার রইশুদ্দীনের বাড়ি শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের সাহাপাড়ায় গেলে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। পাঁচ মাসের শিশুকে কোলে নিয়ে স্বামীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিলাপ করছিলেন রইশুদ্দীনের স্ত্রী নাসরিন বেগম। এ সময় স্বজনেরা ক্ষোভ প্রকাশ করে জানান, দায়িত্ব পালনরত অবস্থায় বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু হলেও বাহিনীর কেউ বাড়িতে এসে খোঁজ নেননি।
রইশুদ্দীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়ার কামরুজ্জামানের ছেলে। ২০১৫ সালের জুনে যোগ দেন বিজিবি সৈনিক পদে। এরপর থেকে বিভিন্ন ব্যাটালিয়নের অধীনে সীমান্তরক্ষায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কর্মরত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধ্যানখোলা বিওপিতে। গতকাল সোমবার ভোরে বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর গুলি পেটে বিদ্ধ হয়ে মারা যান তিনি। পরে তাঁর মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায় তাঁদের হেফাজতে।
সংশ্লিষ্টদের তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনার সময় টহলরত বিজিবি সদস্যরা খবর পায়। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তাঁরা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
এ সময় বিজিবির টহল দলের সদস্য সৈনিক রইশুদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশায় দলছুট হয়ে পড়েন। এরপরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাছে খবর আসে বিএসএফর গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রইশুদ্দীন।
এদিকে গতকাল সোমবার ভোরে রইশুদ্দীনের মৃত্যু হলেও তাঁর পরিবারের সদস্যরা জানতে পারে সোমবার রাতে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। এমনকি চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেনকে গতকাল দিবাগত রাত ১টার দিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, এমন মৃত্যুর বিষয়ে তাঁদের জানা নেই।
নিহত রইশুদ্দীনের চাচা আব্দুল আলিম বলেন, ‘দেশের সীমান্তরক্ষা বাহিনীর টগবগে এক যুবক দায়িত্বরত অবস্থায় সীমান্তে আরেকটি দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা যাবেন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। এ নিয়ে রাষ্ট্রের কোনো জরুরি পদক্ষেপ দেখতে পাচ্ছি না। মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের সৃষ্টি হয়েছে। নিহতের স্ত্রী, দুই সন্তান ও বাবা মাকে এলাকার মানুষ সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। অথচ কর্মরত বাহিনীটির কোনো সদস্য তাঁর বাড়িতে যাননি।’
স্থানীয় দোকান্দার বাবু আলী বলেন, ‘রইশুদ্দীনের এলাকায় বেশ সুনাম রয়েছে। ছুটি নিয়ে বাড়িতে আসলেই মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত অর্থ দিয়ে সহায়তা করতেন। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। আমরা এখন তাঁর সহায়তা থেকে বঞ্চিত হলাম। পরিবার হারাল তাদের সন্তানকে।’
রইশুদ্দীনের আপন মেজ ভাই ও বিজিবি সদস্য মাসুম রেজা বাবু বলেন, ‘আমি সোমবার রাতে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ৪৯ ব্যাটালিয়নে অবস্থান করছি। কখন মরদেহ বুঝে পাব, তারও নিশ্চয়তা নেই। শুনেছি বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সিদ্ধান্ত কী সেটিও জানতে পারিনি।’
তিনি বলেন, ‘আমরা পাঁচ ভাই বোন। এর মধ্যে আমি আর রইশুদ্দীন বিজিবিতে ও বড় ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। রইশুদ্দীনের বড় মেয়ে চার বছরের রাফিয়া ও পাঁচ মাসের ছেলে একটি শিশু রয়েছে।’
নিহতের স্ত্রী নাসরিন বেগম বলেন, ‘বিয়ের অল্প সময়ে দুই শিশু সন্তান নিয়ে আমাকে বিধবা হতে হলো। সন্তানদের কি বুঝ দিব আমি। আর আমি বা কীভাবে দুই সন্তান নিয়ে জীবনসংগ্রাম করব।’ বিলাপ করতে করতে পাঁচ মাসের শিশুকে কোলে নিয়ে তিনি এমন হত্যাকাণ্ডের কঠোর বিচার দাবি করেন।
তিনি বলেন, দায়িত্বে যাওয়ার সময় মোবাইল ফোনে সব শেষ একবার কথা হয়েছে। আর কোনো দিন কথা হবে না। দ্রুত মরদেহ ফিরিয়ে আনার দাবি জানান নাসরিন বেগম।
প্রসঙ্গগত, গতকাল সোমবার ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল এই সৈনিকের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক রইশুদ্দীন মৃত্যুবরণ করেছেন।
যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের ধ্যানখোলা বিওপিতে সীমান্তরক্ষায় দায়িত্বে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রইশুদ্দীন (২৫)। গতকাল সোমবার ভোরে বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা যান তিনি। তবে স্বজনেরা বিষয়টি জানতে পারেন গতকাল রাতে।
আজ মঙ্গলবার রইশুদ্দীনের বাড়ি শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের সাহাপাড়ায় গেলে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। পাঁচ মাসের শিশুকে কোলে নিয়ে স্বামীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিলাপ করছিলেন রইশুদ্দীনের স্ত্রী নাসরিন বেগম। এ সময় স্বজনেরা ক্ষোভ প্রকাশ করে জানান, দায়িত্ব পালনরত অবস্থায় বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু হলেও বাহিনীর কেউ বাড়িতে এসে খোঁজ নেননি।
রইশুদ্দীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়ার কামরুজ্জামানের ছেলে। ২০১৫ সালের জুনে যোগ দেন বিজিবি সৈনিক পদে। এরপর থেকে বিভিন্ন ব্যাটালিয়নের অধীনে সীমান্তরক্ষায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কর্মরত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধ্যানখোলা বিওপিতে। গতকাল সোমবার ভোরে বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর গুলি পেটে বিদ্ধ হয়ে মারা যান তিনি। পরে তাঁর মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায় তাঁদের হেফাজতে।
সংশ্লিষ্টদের তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনার সময় টহলরত বিজিবি সদস্যরা খবর পায়। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তাঁরা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
এ সময় বিজিবির টহল দলের সদস্য সৈনিক রইশুদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশায় দলছুট হয়ে পড়েন। এরপরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাছে খবর আসে বিএসএফর গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রইশুদ্দীন।
এদিকে গতকাল সোমবার ভোরে রইশুদ্দীনের মৃত্যু হলেও তাঁর পরিবারের সদস্যরা জানতে পারে সোমবার রাতে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। এমনকি চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেনকে গতকাল দিবাগত রাত ১টার দিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, এমন মৃত্যুর বিষয়ে তাঁদের জানা নেই।
নিহত রইশুদ্দীনের চাচা আব্দুল আলিম বলেন, ‘দেশের সীমান্তরক্ষা বাহিনীর টগবগে এক যুবক দায়িত্বরত অবস্থায় সীমান্তে আরেকটি দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা যাবেন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। এ নিয়ে রাষ্ট্রের কোনো জরুরি পদক্ষেপ দেখতে পাচ্ছি না। মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের সৃষ্টি হয়েছে। নিহতের স্ত্রী, দুই সন্তান ও বাবা মাকে এলাকার মানুষ সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। অথচ কর্মরত বাহিনীটির কোনো সদস্য তাঁর বাড়িতে যাননি।’
স্থানীয় দোকান্দার বাবু আলী বলেন, ‘রইশুদ্দীনের এলাকায় বেশ সুনাম রয়েছে। ছুটি নিয়ে বাড়িতে আসলেই মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত অর্থ দিয়ে সহায়তা করতেন। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। আমরা এখন তাঁর সহায়তা থেকে বঞ্চিত হলাম। পরিবার হারাল তাদের সন্তানকে।’
রইশুদ্দীনের আপন মেজ ভাই ও বিজিবি সদস্য মাসুম রেজা বাবু বলেন, ‘আমি সোমবার রাতে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ৪৯ ব্যাটালিয়নে অবস্থান করছি। কখন মরদেহ বুঝে পাব, তারও নিশ্চয়তা নেই। শুনেছি বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সিদ্ধান্ত কী সেটিও জানতে পারিনি।’
তিনি বলেন, ‘আমরা পাঁচ ভাই বোন। এর মধ্যে আমি আর রইশুদ্দীন বিজিবিতে ও বড় ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। রইশুদ্দীনের বড় মেয়ে চার বছরের রাফিয়া ও পাঁচ মাসের ছেলে একটি শিশু রয়েছে।’
নিহতের স্ত্রী নাসরিন বেগম বলেন, ‘বিয়ের অল্প সময়ে দুই শিশু সন্তান নিয়ে আমাকে বিধবা হতে হলো। সন্তানদের কি বুঝ দিব আমি। আর আমি বা কীভাবে দুই সন্তান নিয়ে জীবনসংগ্রাম করব।’ বিলাপ করতে করতে পাঁচ মাসের শিশুকে কোলে নিয়ে তিনি এমন হত্যাকাণ্ডের কঠোর বিচার দাবি করেন।
তিনি বলেন, দায়িত্বে যাওয়ার সময় মোবাইল ফোনে সব শেষ একবার কথা হয়েছে। আর কোনো দিন কথা হবে না। দ্রুত মরদেহ ফিরিয়ে আনার দাবি জানান নাসরিন বেগম।
প্রসঙ্গগত, গতকাল সোমবার ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল এই সৈনিকের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক রইশুদ্দীন মৃত্যুবরণ করেছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে